• ঢাকা, বাংলাদেশ
  • ১লা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

‘বাংলাদেশ’ বানানে ভূল: ধরিয়ে দিলেন ইমরুল

প্রকাশ: বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪ ৭:৩৪

‘বাংলাদেশ’ বানানে ভূল: ধরিয়ে দিলেন ইমরুল

অনলাইন ডেস্ক: গত দুই বিপিএলে দুর্দান্ত নেতৃত্ব দিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে চ্যাম্পিয়ন করেছিল ইমরুল কায়েস। জাতীয় দল থেকে বাদ পড়লেও ঘরোয়া ক্রিকেটে বেশ নিয়মিত এই বাঁহাতি ব্যাটার।

এ ছাড়াও বর্তমানের দেশের বাইরে বিভিন্ন লিগগুলোতে খেলছেন তিনি। ক্রিকেটের মানুষ হলেও এবার বাংলাদেশের ইংরেজি বানানের ভূল ধরে খবরের শিরোনাম হয়েছেন কায়েস।

গত ডিসেম্বরে এক টুর্নামেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন তিনি। অস্ট্রেলিয়া-বাংলাদেশ কমিউনিটি ক্রিকেট শেষে হংকং হয়ে দেশে ফেরার সময় আগমনী কার্ডে বড় এক ভূল পেয়েছেন তিনি।

আরও পড়ুনঃ  গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

আগমনী কার্ডে ‘বাংলাদেশ’ বানান ভূল পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বাংলাদেশি ব্যাটার। ইংরেজিতে Bangladesh এর পরিবর্তে ‘Bnagladesh’ লেখা হয়েছে।

বুধবার (১০) জানুয়ারি আগমনী কার্ডের একটি ছবি দিয়ে নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন ইমরুল কায়েস। সেখানে তিনি লিখেছেন, মানুষ মাত্রই ভূল করতে পারে এটাই স্বাভাবিক। কিন্তু কিছু জায়গায় ভূল থাকলে সেগুলো সহজে মেনে নেওয়াটা কঠিন।

আরও পড়ুনঃ  সব হারিয়ে বাংলাদেশ ম্যাচে পাখির চোখ পাকিস্তানের

গতকালকে আমি যখন হংকং থেকে বাংলাদেশে ফ্লাইটে আসছিলাম, তখন আগমনী কার্ডে দেখলাম বাংলাদেশের নামটি স্পেলিংয়ে ভূল আছে।

এটা দেখার পরে আমার কিছু বিদেশি বন্ধু ছিল একই ফ্লাইটে। ওরা আমাকে প্রথমে জিনিসটা দেখায় এরপর বলে যে তোমাদের দেশে কি হয়।

এটা নিয়ে ওরা একটু হাসাহাসি করছিল। কিন্তু আমি ওদেরকে কোনোরকম বুঝাইছি যে এটা প্রিন্টিং মিসটেক হতে পারে। আমার কাছে প্রশ্ন হলো যারা এই দায়িত্বে আছেন তারা কি একবারের জন্য এটা দেখেন নাই।

আরও পড়ুনঃ  ফের কপাল পুড়ল ইসমাইলের, বিশ্ব ইনডোর অ্যাথলেটিক্সে যাচ্ছেন জহির

এত বড় মিসটেকের জন্য আমাদের দেশের কত বড় সম্মান বাইরের মানুষের কাছে নষ্ট হয় এবং আমাদের কত খারাপভাবে ওরা চিন্তা করে। আমার মনে হয়, এগুলো আমাদের এখন দেখার সময় আসছে এবং আমাদের এটা নিয়ে সবার চিন্তার একটা বিষয়।

এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে এবং এমন ভূলের তীব্র সমালোচনা করে নেটিজেনরা।

 

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675