Home খেলা এ্যাথলেটিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্রীজম্যান

এ্যাথলেটিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্রীজম্যান

এ্যাথলেটিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা গ্রীজম্যান

অনলাইন ডেস্ক: রিয়াল মাদ্রিদের বিপক্ষে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালের প্রথম লেগে গোল করে অনন্য এক রেকর্ড গড়েছেন ফরাসি তারকা আঁতোয়ান গ্রীজম্যান। ক্যারিয়ারে ১৭৪ গোল করে এ্যাথলেটিকোর হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনি। সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচটিতে ৩২ বছর বয়সী গ্রীজম্যানের গোলে এ্যাথলেটিকো ম্যাচে ২-২’ সমতা ফেরায়।

যদিও অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ পর্যন্ত এ্যাথলেটিকোকে ৫-৩ গোলের হার দিয়ে বিদায় নিতে হয়েছে। এর আগে ডিসেম্বরে লা লিগায় গেতাফের বিপক্ষে জোড়া গোল করে লুইস আরাগোনেসের করা ক্লাব সর্বোচ্চ ১৭৩ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন।

২০২২ সালে বার্সেলোনা থেকে আবারো গ্রীজম্যানকে ফিরিয়ে এনেছিল এ্যাথলেটিকো। দুই মেয়াদে তিনি এ্যাথলেটিকোর হয়ে ৩৬৮ ম্যাচ খেলেছেন। এর আগে ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে তিনি এ্যাথলেটিকোতে যোগ দিয়েছিলেন।

২০১৮ বিশ্বকাপ জয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন গ্রীজম্যান। ২০১৯ সালের ১২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় পাড়ি জমান। কিন্তু কাতালান ক্লাবটিতে ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়ে ২০২১ সালে আবারো ধারে এ্যাথলেটিকোয় ফিরে আসেন।

স্প্যানিশ রাজধানীতে ফিরে দিয়েগো সিমিওনের অধীনে নিজের সেরা ফর্ম খুঁজে পান। মাত্র ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে এ্যাথলেটিকো তার চুক্তি স্থায়ী করে। এবারের মৌসুমে এ্যাথলেটিকোর হয়ে গ্রীজম্যান ২৭ ম্যাচে ১৭ গোল করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here