Home বিনোদন ডন-৩ এ থাকছেন জাহ্নবী কাপুর!

ডন-৩ এ থাকছেন জাহ্নবী কাপুর!

ডন-৩ এ থাকছেন জাহ্নবী কাপুর!

অনলাইন ডেস্ক : ঘোষণার পর থেকেই ‘ডন ৩’ ছবিটি আলোচনার কেন্দ্রে রয়েছে। কারণ, শাহরুখের পরিবর্তে এই ছবিতে ডন হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন রণবীর সিং।

শুরু থেকেই এই ছবি নিয়ে অনুরাগীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। কিন্তু নির্মাতারা নেতিবাচক কোনো মন্তব্যকে পাত্তা দিতে নারাজ। কারণ, ইতোমধ্যেই তারা ছবির নায়িকা হিসেবে কিয়ারা আদভানির নামও ঘোষণা করেছেন। ছবিতে থাকছেন আরও একজন নায়িকা।

২০০৬ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত প্রথম ‘ডন’। ছবিতে রোমার চরিত্রে অভিনয় করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। অন্যদিকে, ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন করিনা কাপুর খান। ১৯৭৮ সালে মুক্তি পায় অমিতাভ বচ্চন অভিনীত ‘ডন’। এই ছবিতে ‘ইয়ে মেরা দিল’ গানে অমিতাভের সঙ্গে দর্শক দেখেছিল হেলেনকে। শাহরুখের ছবিতে হেলেনের চরিত্রে আসেন করিনা। এই গানে বাদশার সঙ্গে করিনার সমীকরণ নিয়ে এখনও অনুরাগী মহলে চর্চা অব্যাহত।

 

সূত্রের খবর, ‘ডন ৩’ ছবিতে করিনার মতো একটি চরিত্রকে রাখার পরিকল্পনা করেছেন ফারহান। আর এই চরিত্রের জন্য প্রস্তাব গিয়েছে জাহ্নবী কাপুরের কাছে।

সম্প্রতি, ফারহানের অফিসের বাইরে দেখা যায় জাহ্নবীকে। তারপর থেকেই বলিপাড়ায় গুঞ্জন দানা বাঁধে। শোনা যাচ্ছে, আগের মতোই ছবিতে একটি বিশেষ গান রাখার পরিকল্পনা করেছেন নির্মাতারা এবং জাহ্নবীকেই এই চরিত্রের জন্য তাদের পছন্দ হয়েছে।

ইন্ডাস্ট্রির একাংশের অনুমান, খুব দ্রুত এই প্রসঙ্গে নির্মাতারা ঘোষণা করতে চলেছেন। এখন হেলেন ও করিনার পর জাহ্নবী দর্শকের প্রত্যাশা পূরণ করতে পারবেন কি না, তার উত্তর দেবে সময়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here