Home খেলা বাংলাদেশকে হুমকি মানছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

বাংলাদেশকে হুমকি মানছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

বাংলাদেশকে হুমকি মানছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক

অনলাইন ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ নারী দলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে আগামীকাল। তার আগে আজ সংবাদ সম্মেলনে এসেছিলেন অস্ট্রেলিয়া নারী দলের অধিনায়ক এলিসা হিলি।

যদিও প্রথম ম্যাচের একাদশ নিয়ে কিছুই পরিস্কার করেননি। হিলি বলেন, ‘আগামীকালকের ম্যাচের একাদশ এখনও আমার কাছে নেই। আমরা এখনও কাজ করছি এবং সত্যি বলতে দলের কয়েকজন অসুস্থ। আমরা টস পর্যন্ত অপেক্ষা করব। এখানের কন্ডিশন ও পরিসংখ্যান দেখে বলা যায় স্পিন এখানে বড় ভূমিকা রাখবে। যেটা বাংলাদেশে সফরকারী দলগুলোর এবং বাংলাদেশ দলের দিকে তাকালেও বোঝা যায়। আমি বিশ্বাস করি এই সিরিজে আমাদের পেসাররাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বাংলাদেশকে অন্য দলগুলোর জন্য হুমকি দাবি করে হিলি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ ওমেন্স চ্যাম্পিয়নশিপের দলগুলোর জন্য বড় হুমকি। তারা শক্তভাবে লড়াই করেছে এত দূর আসতে। এখন তারা বড় দলগুলোর সাথে খেলার সুযোগ পাচ্ছে এবং এটা ক্রিকেটের জন্যই ভালো। আমি বলতে চেয়েছি, আমি এখানে বসে আছি এখন এবং আপনারা অনেকেই সিরিজ নিয়ে কথা বলছেন এটা সত্যিই আনন্দের। আমাদের জন্য দল হিসেবে এখানে আসা এবং বাংলাদেশের নারী ক্রিকেটের প্রসারে সাহায্য করা, অসাধারণ।’

বাংলাদেশের কন্ডিশন চ্যালেঞ্জের মনে করেন হিলি, ‘এ ধরনের কন্ডিশনে এসে এমন দলের সাথে খেলা যারা সবসময় এমন কন্ডিশনে খেলে এসেছে এটা আমাদের জন্য চ্যালেঞ্জের। এটা বাংলাদেশের জন্যও চ্যালেঞ্জ। ভালো দলের বিপক্ষে (তাদের কন্ডিশনে খেলা)। আমি সামনের দিকে তাকিয়ে অভিজ্ঞতা নিতে মুখিয়ে আছি। যেটা আপনি বললেন দশ বছর পর আমরা এসেছি। সেবার বিশ্বকাপ ছিল। এবারও সামনে বিশ্বকাপ আছে এবং বাংলাদেশর জন্য সুযোগ এই সিরিজ আয়োজন এবং বড়কিছু সিরিজ আয়োজন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here