• ঢাকা, বাংলাদেশ
  • ১৩ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণকৃত জমি মালিকদের চেক বিতরণ শুরু

প্রকাশ: শুক্রবার, ২২ মার্চ, ২০২৪ ১২:০১

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য অধিগ্রহণকৃত জমি মালিকদের চেক বিতরণ শুরু

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের মাঝে এলএ চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ১৪ জন ক্ষতিগ্রস্তদের হাতে প্রায় ২৩ কোটি ৮২ লাখ টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক শামীম আহমেদ। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার।

প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্প জেলার জন্য একটি যুগান্তকারী ঘটনা। এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ে থাকবে ১২শো শয্যার একটি বিশেষায়িত হাসপাতাল। ১০টি চিকিৎসা অনুষদের অধীনে ৬৮টি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি দেয়া দেয়া হবে এ বিশ্ববিদ্যালয়ে। এছাড়া চিকিৎসা সেবার মানকে আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণের লক্ষ্যে গবেষণা কার্যক্রম চলবে এ বিশ্ববিদ্যালয়ে। প্রথম ধাপে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন, হাসপাতাল, নার্সিং কলেজ, স্কুল, ডে-কেয়ার সেন্টার, কেন্দ্রীয় লাইব্রেরি, ভিসির বাংলো, ডাক্তার ও নার্সিং হোস্টেল, মরচুয়ারি ভবনসহ গুরুত্বপূর্ণ ২১টি ভবন নির্মাণ করা হবে।

আরও পড়ুনঃ  পরিবেশ, কৃষি জমি রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে মানববন্ধন

জেলা প্রশাসক শামীম আহমেদ আরো জানান, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় নির্মাণ প্রকল্পের আওতায় মোট ৬৭.৬৭৯২ একর জমির অধিগ্রহণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ৫৬৩ জন ভূমি মালিকদের মাঝে মোট ৭৫৮ কোটি ৮০ লাখ ৫৬ হাজার ৫৮৬ টাকা ক্ষতিপূরণ দেয়া হবে। এরই অংশ হিসেবে আজকে ক্ষতিগ্রস্ত ৯ জন ভূমি মালিককে ১৫ কোটি ১২ লাখ ৫৬ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ভূমি মালিক রবিউল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, কোনো দালালদের মাধ্যম ছাড়া আমি নিজে গিয়ে আমার জমির সকল কাগজ জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছিলাম। কোনো প্রকার হয়রানি ছাড়াই আজ ক্ষতিপূরণের ২ কোটি ৯৮ লাখ ২৪ হাজার ৫৫৩ টাকার চেক হাতে পেলাম। এসময় জেলা প্রশাসক মহোদয় নিজে উপস্থিত থেকে আমাকে চেক তুলে দেন।

আরও পড়ুনঃ  বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

আরেক ভূমি মালিক মমিন উদ্দিনের সাথে কথা হলে তিনি জানান, একটা সময় জমির ক্ষতিপূরণের চেকের জন্য দালালসহ বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে হতো। এতে আমাদের অনেক সময় ও অর্থের অপচয় হয়েছে। এখন আর সেই হয়রানি নেই। জেলা প্রশাসকের হাত থেকেই আমার জমির ক্ষতিপূরণের ২ কোট ৯৮ লাখ ২৪ হাজার ৫৫৩ টাকার চেক পেলাম। রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদ স্যারের জন্য দ্রুত সময়ের মধ্যে এলএ চেক পাওয়া সম্ভব হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সরকার অসীম কুমার বলেন, জেলা প্রশাসক শামীম আহমেদ স্যারের নির্দেশনা অনুযায়ী আমরা ক্ষতিগ্রস্তদের মাঝে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। এরই অংশ হিসেবে আজকে বিশ্ববিদ্যালয়সহ ৬টি এলএ কেসের বিপরীতে ভূমি অধিগ্রহণের ক্ষতিগ্রস্ত ১৪ জনের হাতে প্রায় ২৩ কোটি ৮২ লাখ টাকার চেক তুলে দেয়া হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বিএনপির দুপক্ষের সংঘর্ষ : আহত রিকশাচালকের মৃত্যু

তিনি আরো জানান, প্রান্তিক আবাসিক এলাকা উন্নয়ন প্রকল্প, রাসিকের সম্প্রসারিত গ্যারেজ নির্মাণ প্রকল্প, বিকেএসপির প্রতিষ্ঠান নির্মাণ প্রকল্প, টিসিবির গোদাম নির্মাণ প্রকল্প, নগরীর বিভিন্ন রাস্তায় উন্নয়ন প্রকল্পসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিগত বছরে প্রায় ২১১ কোটি ১১ লাখ টাকার ভূমি অধিগ্রহণ করা হয়েছে। অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তি জমির প্রয়োজনীয় কাগজপত্রসহ জেলা প্রশাসকের কার্যালয়ের এলএ শাখায় যোগাযোগ করার পর তাদের হাতে চেক তুলে দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ভূমি মালিককে কোনো প্রকারের হয়রানির শিকার না হতে হয় সেজন্য জেলা প্রশাসন থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা শাম্মী আক্তার, কানুনগো জাকির হোসাইন সরদার ও এলএ চেক গ্রহণের জন্য আগত ক্ষতিগ্রস্ত ভূমি মালিকগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675