বাঘায় নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বাঘায় নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘায় ভূয়া সাংবাদিকতার নামে তন্ময় দেবনাথের চাঁদাবাজি ও মা জোসনার দৌরাত্ম বৃদ্ধি এবং নিরীহ মানুষের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রোববার (২৪ মার্চ) সকাল ১১টায় আড়ানী পৌর বাজারের তালতলায় এলাকাবাসী এই মানববন্ধন করেন। তন্ময় দেবনাথ ও তার করা মামলার আসামীরা আড়ানী পৌরসভার জোতরঘু গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে তন্ময় দেবনাথের করা মামলার আসামী ইসলাম হোসেন বলেন, দিন আনি দিন খায়। অত্যান্ত দরিদ্র পরিবারের সন্তান। অন্যের জমিতে কাজ করে সংসার চালায়। তন্ময় দেবনাথ ও তার মা জোসনা পূর্ব শত্রুতার কথা বলে ২১ ফেব্রুয়ারী রাতে মারপিট করা হয়েছে, বলে থানায় মামলা দায়ের করেন। তার সাথে কোন শত্রুতা নেই। তারা জোরপূর্বকভাবে আড়ানী উপ-স্বাস্থ্য কেন্দ্রের সরকারি পরিত্যাক্ত ভবনে বসবাস করে। কোন পত্রিকায় সাংবাদিকতা করে এটাও জানা নেই। তবে ভূয়া সাংবাদিকতার পরিচয় দিয়ে প্রতিনিয়ত চাঁদাবাজি করে বেড়াচ্ছেন। এমন অভিযোগ একই এলাকায় বসবাস করার কারনে জানতে পারছি। এছাড়া ছেলের পরিচয়ে তার মা জোসনার দৌরাত্মে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে।

আরও পড়ুনঃ  তানোর পৌর এলাকায় খেলার মাঠ রক্ষায় গ্রামবাসীর মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ: নতুন কর্মসূচি ঘোষণা

এ দিকে তন্ময় দেবনাথের করা মামলার আরও আসামী ইন্দাদুল হক, রাশেদুল ইসলাম, নান্টু, রায়হান আলী বলেন, তন্ময় দেবনাথ এলাকায় ভূয়া সাংবাদিকতার নামে চাঁদাবাজি করে। তার মা জোসনা স্থানীয় রুস্তম, মতিন, শামসের, বাচ্চু, মনোয়ারা, সুফল. ডেটল, শুকুর, বানেরা ও বাসুকে মিথ্যা অপবাদ দিয়ে অর্থ হাতিয়ে নিয়েছে। তারা সম্মানের ভয়ে কারও কাছে বিচার চাইতে পারেনি। তারা নিরুপায় হয়ে অর্থ দিয়ে সমস্যার সমাধান করে নিয়েছে।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২১

এ বিষয়ে তন্ময় দেবনাথ বলেন, আমাকে পূর্ব পরিকল্পিতভাবে ইসলাম হোসেন, ইন্দাদুল হক, রাশেদুল ইসলাম, নান্টু, রায়হান আলীসহ কয়েকজন মারপিট করে হাত, পা বেঁধে আড়ানী ডিগ্রী কলেজের সামনে রেখে চলে যায়। পরে মানুষের মাধ্যমে খবর পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আমি কোন উপায় না পেয়ে থানায় ৫ জনের নামে মামলা দায়ের করেছি। আমার করা মামলা প্রত্যাহার না করায় আমার বিরুদ্ধে তারা মানববন্ধ করেছে। আমি বর্তমানে বড়াল নিউজ ও একুশের কন্ঠে কাজ করি। আমার ও মায়ের বিরুদ্ধে যে অভিযোগ এতে মানববন্ধন করছে, তা সঠিক নয়।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ২ জনসহ গ্রেপ্তার ১৭

ভূয়া সাংবাদিকতার মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলাম হোসেন, রায়হান আলী, রুস্তম আলী, হাফিজুল ইসলাম, নান্টু, আকতার, সবুজ, শহিদুল, রাসেদুল, শামিম হোসেন, মুন্না, শামসের, লবা, ইসমাইল, সজিব, শান্ত, ইমন, কালাম, রিপন সহ শতাধিক নারী-পুরুষ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *