স্টাফ রিপোর্টার: বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত ‘শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস ২০২৩’-এ তায়কোয়ান্দো খেলায় যুব চ্যাম্পিয়ন হয়েছেন রাজশাহীর নাফিসা তাবাসসুম। তায়কোয়ানদো জাতীয় ক্রীড়া পরিষদ জিমনেশিয়ামে ২৬ থেকে ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় এই খেলা।
নাফিসা তাবাসসুম +৫২ কেজি তরুণী ইভেন্টে রাজশাহী বিভাগের পক্ষে প্রতিনিধিত্ব করেন। ফাইনালে তুমুল প্রতিযোগিতার মধ্য দিয়ে তিনি চট্টগ্রাম বিভাগের ভানঠাপার বমকে ২২-২১ পয়েন্টে পরাজিত করে স্বর্ণ পদক জেতেন। এর আগে ২০২২ সালে রাজশাহী জেলা তায়কোয়ানদো প্রতিযোগিতায় +৫২ কেজি তরুণী ইভেন্টে স্বর্ণ পদক পান তিনি।
এছাড়া এ বছর রাজশাহী বিভাগীয় তায়কোয়ানদো প্রতিযোগিতায় +৫২ কেজি তরুণী ইভেন্টে স্বর্ণ পদক অর্জন করেন নাফিসা। তিনি রাজশাহীর আইনজীবী কায়সার পারভেজ মেহেদী এবং জাতীয় মহিলা আইনজীবী সমিতির পরিচালক (লিগ্যাল) আইনজীবী দিল সিতারা চুনির মেয়ে।