সুজানগরে তেলের লরির চাকায় পিষ্ট হয়ে দুইজনের মৃত্যু

সুজানগরে তেলের লরির চাকায় পিষ্ট হয়ে দুইজনের মৃত্যু

স্টাফ রিপোরটার,সুজানগর পাবনা : পাবনার সুজানগর পৌরসভার প্রাণিসম্পদ অফিসের অদূরে একটি তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলো চর সুজানগর গ্রামের লবাই দোকানদারের ছেলে কামরুল হাসান (৩৮) ও মসজিদপাড়া মহল্লার আবু বক্কর এর ছেলে আব্দুল মান্নান (৩৫)। প্রত্যক্ষদর্শীরা জানায় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় মেঘনা পেট্রোলিয়াম এর তেলবাহী একটি লরি সুজানগর বাজার থেকে নাজিরগঞ্জ এর উদ্দেশ্যে রওনা হলে উপজেলা প্রাণিসম্পদ অফিসের অদূরে মুজিব বাঁধে উঠতে গিয়ে ব্রেক ফেল করে গাড়িটি পিছন দিকে চলে আসে,

আরও পড়ুনঃ  চলন্ত বাসে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, চালক-হেলপার গ্রেপ্তার

পিছনে থাকা দুই ব্যক্তিকে চাপা দিলে ঘটনাস্থলে লরির চাকায় পিষ্ট হয়ে উভয়ের মৃত্যু ঘটে। সুজানগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা লাশ দুটি উদ্ধার করে সুজানগর থানায় নিয়ে আসে।সুজানগর থানার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে তবে গাড়িটি আটক করা হলেও ড্রাইভার পলাতক রয়েছে।

আরও পড়ুনঃ  তরুণীকে মারধরের ভিডিও ভাইরাল : আপন কফি হাউজের তিনজন পুলিশ হেফাজতে

 

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *