রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘটনায় রেল কর্তৃপক্ষের মামলা

রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘটনায় রেল কর্তৃপক্ষের মামলা

স্টাফ রিপোর্টার: ব্যবসায়ীদের সাথে সংঘর্ষের জেরে রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘটনায় থানায় মামলা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর ঊর্দ্ধতন উপসহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে এ মামলা করেছেন। সোমবার রাত ১১টায় রাজশাহী রেলওয়ে থানায় মামলাটি রেকর্ড হয়েছে। তবে মামলায় ‘শিক্ষার্থী’ শব্দটি উল্লেখ নেই।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইনে আগুন জ¦ালিয়ে অবরোধ করা, রেললাইনের ৯২টি প্যান্ডল ক্লিপ খুলে নেওয়া, একটি স্টিল স্লিপার চুরি করা এবং একটি স্লিপার পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। এছাড়া রেলওয়ের একটি গুমটি ঘরের জানালা ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

আরও পড়ুনঃ  বর্ষবরণের অনুষ্ঠানে উপদেষ্টা শারমীন এস মুরশিদ

ওসি জানান, রাবির শিক্ষার্থীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন সেটি মামলার এজাহারে উল্লেখ নেই। এজাহারে বলা হয়েছে, অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ বিক্ষুব্ধ জনতা এসব ঘটনা ঘটিয়েছে। কারা এসবের সঙ্গে জড়িত তা পুলিশ খুঁজে বের করে ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।

আরও পড়ুনঃ  অন্য মুসলিম দেশ যা পারেনি, বাংলাদেশ তা করে দেখিয়েছে’

এর আগে গত শনিবার সন্ধ্যায় রাবির শিক্ষার্থীদের সঙ্গে বিশ^বিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে বিনোদপুর বাজারের দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ব্যবসায়ীদের ইটপাটকেল ও পুলিশের টিয়ার সেল এবং রাবার বুলেটে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ^বিদ্যালয়ের পেছনে রেলপথ অবরোধ করেন। পরদিন রোববার রাতেও শিক্ষার্থীদের একটি অংশ রেলপথ অবরোধ করে আগুন দেন। এ কারণে দুই দিনই কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে।

আরও পড়ুনঃ  ভাই হত্যা, বোন ও তার দুই ছেলে গ্রেপ্তার

এই ঘটনায় রেল কর্তৃপক্ষ মামলা করল। এর আগে দুই শতাধিক শিক্ষার্থীকে আহত করার ঘটনায় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাত ৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। এছাড়া সংঘর্ষ চলাকালে বিশ^বিদ্যালয়ের পুলিশ বক্স ও পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং সাত পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এই মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাত ‘বিক্ষুব্ধ জনতা’কে আসামি করা হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *