সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংকে মিলল মাংসপিণ্ড

সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংকে মিলল মাংসপিণ্ড

অনলাইন ডেস্ক : কলকাতার নিউটাউনের সঞ্জীবা গার্ডেনসের যে ফ্ল্যাটে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছিল, সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক ভেঙে মাংসপিণ্ড উদ্ধার করেছে কলকাতা পুলিশ।

তবে এগুলো আনোয়ারুল আজীম আনারের মরদেহের অংশ কিনা সেটি নিশ্চিত হতে ফরেনসিক পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ভারতেই ফরেনসিক পরীক্ষা হবে।

আরও পড়ুনঃ  গাজায় ইসরায়েলের বিমান হামলায় একদিনে নিহত ৪০

আনোয়ারুল আজীম আনার হত্যার রহস্য উদ্‌ঘাটনে গত রোববার (২৬ মে) কলকাতায় যায় বাংলাদেশের ডিবি পুলিশের তিন সদস্যের একটি দল।

ভারতে যাওয়া গোয়েন্দা কর্মকর্তা উপ পুলিশ কমিশনার আব্দুল আহাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা গতকাল কলকাতা পুলিশকে সেপটিক ট্যাংক ভাঙতে বলেছিলাম। তাঁরা আজ ভেঙে মাংসপিণ্ড পেয়েছে বলে আমাদের জানিয়েছে। আমরা এখনো ঘটনাস্থলে পৌঁছাইনি।’

আরও পড়ুনঃ  মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী আব্দুল্লাহ মারা গেছেন

কলকাতা সংবাদদাতা জানিয়েছেন, কলকাতার সিআইডি হেডকোয়ার্টারে ডিবি প্রধান হারুন অর রশিদের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি আগামীকাল বুধবার সকাল সাড়ে ৯টায় কলকাতার নিউটনের পাঁচ তারকা হোটেলে তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *