চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার দুই

চাঁপাইনবাবগঞ্জে জোড়া খুনের ঘটনায় মামলা দায়ের, গ্রেপ্তার দুই

স্টাফ রিপোর্টার : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য আব্দুস সালাম ও মতিন মাষ্টারের জানাজা শুক্রবার বিকেলে স্বম্পন্ন হয়েছে। জানাজা পূর্ববর্তী বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ রুহুল আমিন, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন প্রমূখ।
বক্তব্যে বক্তারা বলেন খুনি যে দলের হোক কিংবা শক্তিশালী হোক তাদের আইনের আওতায় এনে শাস্তি দেওয়ার প্রত্যায় ব্যক্ত করেন। জোড়া খুনের ঘটনায় ৫২ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন নিহত জেলা পরিষদ সদস্য এবং নয়ালাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালামের স্ত্রী ফেরদৌসী বেগম। শুক্রবার রাতে তিনি মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামী করা হয় সালাম গ্রুপের প্রধান প্রতিপক্ষ নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল হককে।
এমামলায় শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী আশরাফুল হকের স্ত্রী আনোয়ারা বেগম আম্বিয়া (৪৫) এবং ঘোড়াপাখিয়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আশরাফুল হককে গ্রেপ্তার করে। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন দুইজন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *