Home জাতীয় ভোলাহাটে থ্রি-স্টার প্লাজার উদ্বোধন

ভোলাহাটে থ্রি-স্টার প্লাজার উদ্বোধন

ভোলাহাটে থ্রি-স্টার প্লাজার উদ্বোধন

ভোলাহাট প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে থ্রি-স্টার প্লাজার শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেলে মোঃ আসগার আলীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান রাব্বুল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সেলিম রেজা চৌধুরী, সোনালী ব্যাংক লিমিটেড ভোলাহাট শাখার ব্যবস্থাপক মোঃ খন্দকার হাবিব আনোয়ার, ভোলাহাট কলেজ মোড় বাজার কমিটির সভাপতি মোঃ আফরাজুল হক, সাধারণ সম্পাদক মিলন আলী। এসময় স্বাগত বক্তব্য রাখেন থ্রি-স্টার প্লাজার স্বত্বাধিকারী মোঃ রাফিজুল ইসলাম ডাবলু।

স্বাগত বক্তব্যে রাফিজুল ইসলাম বলেন, ভোলাহাটবাসীর দাবি পূরণে আমি কাজ করছি এবং ভোলাহাটের ক্রেতাদের চাহিদা পূরণে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। তিনি আরও বলেন, মার্কেটের নিচতলায় মোট ৩৮ টি দোকান ঘর, দ্বিতীয় তলায় সোনালী ব্যাংক লিমিটেড ভোলাহাট শাখা, নামাজের নির্ধারিত স্থান, আবাসিক বাসা বাড়ি সহ যাবতীয় সুযোগ সুবিধা আছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here