গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেলো শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল

গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থী পেলো শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল

গোমস্তাপুর প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রহনপুর আহম্মদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ৩২০ জনকে শিক্ষাবৃত্তি ও ৩০ জনকে বাইসাইকেল প্রদান করা হয়। উপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একে এম গালিভ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসেন আলিম।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মীর আল মনসুর, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুশান্ত চন্দ্র বর্মন প্রমুখ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *