ধামইরহাটে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

ধামইরহাটে অগ্নিকাণ্ডে চার দোকান পুড়ে ছাই

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাট উপজেলা সদরে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতীয় পার্টি অফিসসহ চারটি দোকান সম্পূর্ণভাবে ভষ্মীভুত হয়েছে। এর ফলে এসব প্রতিষ্ঠানের প্রায় ৩০ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। শুক্রবার (২০ জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলা সদরে হাসপাতালের সামনের প্রধান রাস্তার পাশে অবস্থিত এসব দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  আদালতে হাজিরা দিয়ে হাজতখানায় নেওয়ার সময় পালিয়ে গেলেন আসামি

ধামইরহাট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার ভোরে ঘটনার সময় সেখানে অবস্থিত জাতীয় পার্টির উপজেলা অফিস, আবু সালেহ মূসার মালিকানাধীন রানা মেডিক‍্যাল ষ্টোর, আহম্মদ দর্জির মালিকানাধীন একটি কাপড়ের দোকান, নূর ইসলামের মালিকানাধীন একটি কাপড়ের দোকান এবং সাইদুর রহমানের মালিকানাধীন একটি তূলার দোকানে এই ভয়ানক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আরও পড়ুনঃ  বাগমারায় গাড়ি উল্টে এসএসসির ১৮ পরীক্ষার্থী আহত

এসব দোকান সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়। এর ফলে প্রাথমিক হিসেবে রানা মেডিক্যাল ষ্টোরের ১০ লক্ষ টাকা, আহম্মদ দর্জির কাপড়ের দোকানে ৭ লক্ষ টাকা, নূর ইসলামের কাপড়ের দোকানে ৬ লাখ টাকা, সাইদুর রহমানের তূলার দোকানের ৬ লক্ষ টাকা এবং জাতীয় পার্টি অফিসের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর বরণ করে নিলো এপেক্স বাংলাদেশ

ধামইরহাট ফায়ার সার্ভিস ওয়‍্যারহাউস পরিদর্শক রাইহান ইসলাম ঢাকা প্রকাশ-কে জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ঐ অগ্নিকাণ্ড জাতীয় পার্টি অফিসের সোলার প‍্যানেল থেকে এই আগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলেও জানান তিনি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *