সংবাদ বিজ্ঞপ্তি : সোমবার বেলা ১২টায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক একীভূতকরণ প্রতিরোধ কমিটির উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি’র নেতৃত্বে কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা ডা: আব্দুল মান্নান, প্রাক্তন কমান্ডার, রাজশাহী মহানগর ইউনিট কমান্ড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, সদস্য সচিব মাসুদুর রহমান রিংকু, সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, এবং সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সভাপতি, রাজশাহী মহানগর, বাংলাদেশ আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, সভাপতি, রাজশাহী লেখক পরিষদ কবি কুঞ্জ, বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান খান, সভাপতি, ন্যাপ, রাজশাহী মহানগর, ডা. তবিবুর রহমান শেখ, চীফ্ মেডিকেল অফিসার, চিকিৎসা কেন্দ্র রাজশাহী বিশ্ববিদ্যালয়, কবি আরিফুল হক কুমার, সাধারণ সম্পাদক, বঙ্গঁবন্ধু পরিষদ, রাজশাহী মহানগর, সুলতান মাহমুদ সুমন, সিনিয়র সহ-সভাপতি, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি একত্রে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এর সাথে তার কার্যালয়ে দীর্ঘ সাক্ষাৎ করেন। ফলপ্রসূ আলোচনা শেষে কমিটির পক্ষ থেকে তার হাতে একটি লিফলেট তুলে দেওয়া হয় এবং কমিটির পক্ষ হতে আগামী এক সপ্তাহের মধ্যে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচীর আয়োজন করা হবে বলেও জানানো হয়। এসময় কৃষি উন্নয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুর রহিমসহ ব্যাংকের অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।