• ঢাকা, বাংলাদেশ
  • ৪ঠা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

সিরাজগঞ্জে পোস্ট অফিস পরিদর্শকের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র দাখিল

প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪ ৬:০১

সিরাজগঞ্জে পোস্ট অফিস পরিদর্শকের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র দাখিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলা তদন্ত শেষে আদালতে অভিযোগ পত্র দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ সোমবার বেলা ১২টার দিকে দুদকের পাবনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাধন চন্দ্র সুত্রধর বলেন, ‘মামলাটি আমার কাছে ছিল। এখন কর্মকর্তা পরিবর্তন হয়েছে। আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়েছে। এখন আর আমাদের কোনো কাজ নেই। যা কিছু করার আদালত করবে।’

আরও পড়ুনঃ  ভোলাহাটে জমি আবাদে বাঁধা দিয়ে বেধড়ক মারপিট, যে কোন মূহুর্তে দুর্ঘটনার আশঙ্কা!

গোলবার হোসেন সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। তিনি ২০০০ সালের ২৯ জুন পোস্ট অফিসের পরিদর্শক হিসেবে যোগদান করেন।

মামলার অভিযোগ পত্র জানা গেছে, পোস্ট অফিস পরিদর্শক গোলবার হোসেনের দাখিল করা সম্পদ বিবরণীতে স্থাবর ও অস্থাবর সম্পদ মিলে ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ থাকার ঘোষণা দেন। কিন্তু ওই সম্পদ বিবরণী যাচাইকালে তাঁর স্থাবর ও অস্থাবর সম্পদ বাবদ ১ কোটি ৩১ লাখ ২০ হাজার টাকার তথ্য পাওয়া যায়। সে হিসেবে গোলবার হোসেন ২০ লাখ ২০ হাজার টাকার সম্পদ থাকার তথ্য গোপন করেছেন।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় মোটরসাইকেল দূর্ঘটনায় চাচা নিহত ভাতিজা আহত

অন্যদিকে, নথিপত্র যাচাই-বাছাইকালে পোস্ট পরিদর্শক গোলবার হোসেনের বেতন ভাতা বাবদ আয় ৩৪ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা এবং পারিবারিক ব্যয় ১০ লাখ ৩৯ হাজার ১০ টাকা পাওয়া যায়। ফলে তার পারিবারিক ব্যয়সহ সম্পদ অর্জনে ব্যয় পাওয়া যায় ১ কোটি ৪১ লাখ ৫৯ হাজার ১০ টাকা। এ ক্ষেত্রে তিনি বেতন-ভাতা ব্যতীত এক কোটি ৬ লাখ ৯৫ হাজার ৬১০ টাকা মূল্যের জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন করে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। তদন্ত শেষে চলতি বছরের ১৩ মে আদালতে অভিযোগ পত্র দাখিল করা হয়।

আরও পড়ুনঃ  ব- দ্বীপ বাংলাদেশ’র প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা ও বৃক্ষ রোপন অনুষ্ঠিত

এ বিষয়ে সিরাজগঞ্জ প্রধান ডাক ঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার বলেন, ‘আমি ষড়যন্ত্রের শিকার। কিছু লোক আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমার কোনো অবৈধ সম্পদ নাই। মামলার বিষয়ে আমি আইনি মোকাবিলা করব।’

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675