• ঢাকা, বাংলাদেশ
  • ৩রা মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

নওগাঁয় ডিবির অভিযানে সাড়ে ৪শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ৬:১৪

নওগাঁয় ডিবির অভিযানে সাড়ে ৪শ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় ডিবি পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৪শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। শনিবার রাত সাড়ে নয়টার দিকে সদর উপজেলার কুমুরিয়া গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃতরা হলেন, কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থানার ছোটখাটামারী এলাকার হানিফ আলীর ছেলে মাহাবুব রহমান (৩৩) ও নওগাঁ জেলার সদর থানার কৃত্তিপুর এলাকার বাবু হোসেনের ছেলে সম্রাট হোসেন (২৮)।
পুলিশ সুপার কুতুব উদ্দিনের দিক নির্দেশনায় ডিবির ওসির নেতৃত্বে অভিযানটি পরিচালনা করেন এসআই মামনুর রশিদ ও এসআই আলী আকবর হাসানসহ সঙ্গীয়ফোর্স।

আরও পড়ুনঃ  চকরিয়া থানার সেই ওসিকে বদলি

রবিবার ১৫ সেপ্টেম্বর দুপুরের দিকে তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের অফিসার ইনচার্জ হাশমত আলী।

ওসি হাশমত এই প্রতিবেদককে বলেন, সদর উপজেলার কুমুরিয়া এলাকায় মাদকের একটি চালান এসে হাত বদল হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক ব্যবসায়ী মাহবুবুর রহমান ও সম্রাট হোসেনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে উক্ত পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675