সিল্কসিটি এক্সপ্রেসের ১৫৬ যাত্রীকে জরিমানা

সিল্কসিটি এক্সপ্রেসের ১৫৬ যাত্রীকে জরিমানা

স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের ১৫৬ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। টিকিট না কেটেই তারা ট্রেনটিতে ভ্রমণ করছিলেন। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার নিজেই বৃহস্পতিবার এই ট্রেনে অভিযান চালিয়েছেন।

আরও পড়ুনঃ  বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রাজশাহীতে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

তিনি জানান, সাপ্তাহিক ছুটির আগে বৃহস্পতিবার ট্রেনটিতে প্রচুর যাত্রীর চাপ ছিল। তখন বিনাটিকিটের যাত্রী ধরতে অভিযান শুরু করা হয়। শুধু টাঙ্গাইল স্টেশনে নামবেন এমন টিকিট বিহীন যাত্রীই পাওয়া গেছে ৭০ জন। জরিমানাসহ তাদের কাছ থেকে টিকিটের টাকা আদায় করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বাংলা নতুন বছর বরণ করে নিলো এপেক্স বাংলাদেশ

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক সদস্যও বিনা টিকিটে ভ্রমণ করছিলেন। জরিমানাসহ ভাড়া চাইলে তিনি দিতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে বিষয়টি তাকে বুঝিয়ে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। এ দিন মোট ১৫৬ জনের কাছ থেকে জরিমানা ও টিকিটের মূল্যসহ ৩৮ হাজার ২২৫ টাকা আদায় করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করা হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *