স্টাফ রিপোর্টার : আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দলটির নেতারা এই মাঠ পরিদর্শন করেছেন। দলের নির্বাহী কমিটির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলনের নেতৃত্বে স্থানীয় নেতারা মাঠ পরিদর্শনে যান।
এ সময় জেলা বিএনপির নেতা আনোয়ার হোসেন উজ্জল, নগরীর বোয়ালিয়া থানা বিএনপির সাবেক সভাপতি সাইদুর রহমান পিন্টু, রাজপাড়া থানা বিএনপির সাবেক সভাপতি শওকত আলী ও মতিহার থানা বিএনপির সাবেক সভাপতি আনসার আলী প্রমুখ উপস্থিত ছিলেন।