Home রাজশাহী শিক্ষকতা একটি সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ পেশা : পবা ইউএনও

শিক্ষকতা একটি সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ পেশা : পবা ইউএনও

শিক্ষকতা একটি সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ পেশা : পবা ইউএনও

স্টাফ রিপোর্টার:পবা উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন।

এর আগে, ‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’- প্রতিপাদ্যকে সামনে রেখে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

‘শিক্ষকতা সর্বশ্রেষ্ঠ ও মর্যাদাপূর্ণ পেশা’- উল্লেখ্য করে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. সোহরাব হোসেন বলেন, ‘শিক্ষকতা একটি অনন্যসাধারণ মর্যাদাপূর্ণ পেশা।এটি শুধু পেশা নয় বরং তার চেয়েও বেশি কিছু।

এখনো আমাদের সমাজের সব পেশার মানুষ শিক্ষকদেরকেই বেশি ভক্তি ও শ্রদ্ধা করে থাকেন। মা-বাবার পরের স্থান হচ্ছে শিক্ষকের। সমাজ ও দক্ষ মানব সমাজের বিনির্মাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম।সকল পেশার জননী শিক্ষকেরা সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার কারিগর। শিক্ষকরা শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা সৃষ্টি এবং নিজস্ব সৃজনশীলতা তৈরীতে উদ্বুদ্ধ করে থাকেন।

যার ফলে শিক্ষার্থী সুনাগরিক হয়ে গড়ে ওঠে। সমাজ ও দেশের প্রতি তারা দায়িত্বশীল ও শ্রদ্ধাশীল হয় থাকে। এইসব কৃতিত্বের বিচারে শিক্ষকের গুরুত্ব অনস্বীকার্য।শিক্ষক হচ্ছেন একজন শিক্ষার্থীর বন্ধু, সঠিক পথপ্রদর্শক এবং জীবনবোধ তৈরির দার্শনিক। তাঁদের সম্মানার্থে প্রতিবছর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে থাকে।’

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, অনুষ্ঠানের সভাপতি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন। এসময় কাটাখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহরম আলী খান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওহাটা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর আলী, নওহাটা সরকারি কলেজের সহকারী অধ্যাপক শিরিন আক্তার এলিচ, বায়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফসার আলী,

হাট রামচন্দ্রপুর ডিগ্ৰী কলেজের অধ্যক্ষ আরিফুল ইসলাম, খিরসিন মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মাসুম আলম, দামকুড়া হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস আলী, সারাংপুর দাখিল মাদ্রাসার সুপার হাবিবুর রহমান, বশিরাবাদ আলিম মাদ্রাসার সুপার মোহাম্মদ ইয়াহিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পবা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here