Home রাজশাহী রাজশাহীতে পূজা মণ্ডপের গেটের ব্যানার ছিঁড়ায় মানসিক প্রতিবন্ধি আটক

রাজশাহীতে পূজা মণ্ডপের গেটের ব্যানার ছিঁড়ায় মানসিক প্রতিবন্ধি আটক

রাজশাহীতে পূজা মণ্ডপের গেটের ব্যানার ছিঁড়ায় মানসিক প্রতিবন্ধি আটক

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা এলাকায় পূজা মন্ডপের জন্য নির্মিত গেইটের ব্যানার ও কাপড় ছিঁড়ে ফেলায় এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ আজ।শুক্রবার ভোর চারটার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন শাহ মখদুম কলেজের সামনে (তালাইমারি রোড সংলগ্ন) এ ঘটনা ঘটে। আটককৃত ব্যক্তির নাম নাম দেল মোহাম্মদ (৬০)। তিনি মোহনপুর উপজেলার জাহানাবাদ তশোপাড়া এলাকার লাহারের ছেলে। তবে তিনি মানসিক প্রতিবন্ধি বলে জানিয়েছেন এলাকাবাসী।

পুলিশ জানায়, পূজা মন্ডপের জন্য নির্মিত গেইটের ব্যানার ও কাপড় ছিঁড়ে দৌড়ে পালানোর সময় স্থানীয় লোকজন দেল মোহাম্মদকে ধাওয়া করে। পরে আলু পট্টি মোড় এলাকায় ধরে মারধর শুরু করে। এতে তিনি অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।১০-১৫ মিনিট পরে জ্ঞান ফিরলে তাকে জিজ্ঞাসাবাদ করা করা হয়।একপর্যায়ে তিনি তার নাম দেল মোহাম্মদ (৬০) বলে জানান।

তাৎক্ষণিক সংবাদ পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ, বিজিবি সেনাবাহিনী দল উপস্থিত হয়। পূজা কমিটি ও স্থানীয় লোকজন তাকে পুলিশ বিজিবি সেনাবাহিনীর হাতে তুলে দেন।পরে বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাসুদের উপস্থিতিতে মন্দির কমিটির নিকট লিখিত নিয়ে আটক ব্যক্তিকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

ওসি মেহেদী মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দেল মোহাম্দমকে থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদে তাকে সুস্থ মস্তিস্কের মনে হয়নি। তিনি বলেন, কথাবার্তা বেশ অসংলগ্ন মনে হচ্ছে । প্রাথমিকভাবে ধারণ করা হচ্ছে তার মানসিক কোন সমস্যা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here