
স্টাফ রিপোর্টার : গোদাগাড়ীর কুমরপুর গ্রামে ১০০ গ্রাম হেরোইনসহ মাদককারবারিকে গ্রেফতার করেছে রাজশাহী জেলার গোয়োন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১২ অক্টোবর) বিকেলে অভিযান চালিয়ে লাল্টু মিয়া ওরফে রমজান আলীকে (৪৫) গ্রেফতার করে পুলিশ। তিনি কুমরপুর গ্রামের মৃত ঝান্টু ঘোষের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমরপুরের ওই এলাকায় ডিবি পুলিশ লাল্টু মিয়া ওরফে রমজান আলীর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির কোমর থেকে ১০০ গ্রাম হেরোইন পাওয়া যায়। তার বিরুদ্ধে জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।