Home জাতীয় সিএমএইচে চিকিৎসা নিয়েছেন ড. ইউনূস

সিএমএইচে চিকিৎসা নিয়েছেন ড. ইউনূস

সিএমএইচে চিকিৎসা নিয়েছেন ড. ইউনূস

অনলাইন ডেস্ক : ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ত্বকের একটি ক্ষত অপসারণের চিকিৎসা নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১৮ অক্টোবর) বিকালে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার ঢাকার সিএমএইচে ত্বকের একটি ক্ষত অপসারণের জন্য অস্ত্রোপচার করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন. চিকিৎসা শেষে ড. ইউনূস শুক্রবার সকালে পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন।

সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে ড. ইউনূস শনিবার (১৯ অক্টোবর) বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান তিনি।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ৮ আগস্ট ড. ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here