স্টাফ রিপোর্টার, বাগমারা: রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য, ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, স্থানীয় উন্নয়নের শেষ ধাপ হচ্ছে ইউনিয়ন পরিষদ। একজন নাগরিকের পরিচয়পত্র প্রদান করে থাকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান। বুধবার দুপুরে বাগমারা উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মুঠোফোনের মাধ্যমে বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট এর সহযোগিতায় তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ। প্রশিক্ষণের অভিজ্ঞতার আলোকে চেয়ারম্যানদের মধ্যে বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি মাস্টার লুৎফর রহমান। তিন দিন ব্যাপি প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন এনআইএলজি’র উপ পরিচালক সাইয়েমা হাসান। প্রশিক্ষণ শেষে চেয়ারম্যান, সচিব এবং মেম্বারদের মাঝে সনদপত্র বিতরণ করেন অতিথিবৃন্দ ।