• ঢাকা, বাংলাদেশ
  • ২৮শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর, আরশের উদ্দেশে তানিয়া বৃষ্টি

প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪ ১০:৩৮

আমাকে নিয়ে কথা বলা বন্ধ কর, আরশের উদ্দেশে তানিয়া বৃষ্টি

অনলাইন ডেস্ক : ছোট পর্দার বর্তমান সময়ের দুই অভিনয়শিল্পী আরশ খান ও তানিয়া বৃষ্টি। দুজনেই একসঙ্গে জুটি বেধে দীর্ঘদিন পর্দায় কাজ করেছেন। তাদের সেই কাজের সূত্র ধরেই ছড়িয়ে পড়ে প্রেমের গুঞ্জন।

তবে তানিয়া বৃষ্টি দাবি করেন, আরশের সঙ্গে তার প্রেম নেই। দুজনের সম্পর্কটা অনেকটা ‘ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড’র মতো।

মাসখানেক আগেই আরশের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তানিয়া বলেন, ‘একসঙ্গে অনেক নাটকে জুটি হয়ে কাজ করেছি। এ কারণে আমাদের সম্পর্ক খুবই ক্লোজ ছিল। আসলে ভাই-ব্রাদার টাইপের ফ্রেন্ড ছিলাম আমরা। বাসাও কাছাকাছি ছিল। ওই সময় আমাদের অনেক কাজ হয়েছে। তবে এখন আর আগের মতো একসঙ্গে কাজ করছি না। সেই ফ্রেন্ডশিপ আর নেই।’

আরও পড়ুনঃ  সিনেমা ছাড়বো কিন্তু এখন না : বর্ষা

তানিয়া বৃষ্টির এই বক্তব্যে ভালোভাবে নেনন আরশ খান। ফেসবুকে অভিনেত্রীর নাম না উল্লেখ করেই তাকে ইঙ্গিত করে পরোক্ষভাবে একটি স্ট্যাটাস দেন তিনি।

যেখানে আরশ খান লিখেছেন, ‘ভাই-ব্রাদার টাইপ বলে কিছু নাই। পুসি ক্যাটস আর ভেরি ডেঞ্জারাস। যে ভালোবাসে তাকেই খামচি দেয়।’

এরপরই দু’জনের মধ্যকার সম্পর্কের ভাঙন স্পষ্ট হয়ে ওঠে ভক্তদের কাছে। একসঙ্গে কাজ করাও বন্ধ করে দেন এই জুটি।

আরও পড়ুনঃ  মেকআপ ছাড়া এলোমেলো চুলে নতুন লুকে সোহিনী

সম্প্রতি একটি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে আবারও আরশ প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়েন তানিয়া। যেখানে তিনি বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতাম। অনেক ভালো সম্পর্কের মধ্যে খুটিনাটি ঝামেলা হয়। সেটাই চলছে। ও (আরশ খান) আমার ওপর একটু রেগে আছে।’

যে ভালোবাসে তাকেই খামচি দেয়, তানিয়াকে ইঙ্গিত করে আরশের স্ট্যাটাস

রেগে থাকার কারণ ব্যাখ্যা করে তানিয়া বৃষ্টি বলেন, এক সাক্ষাৎকারে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল, আরশের সঙ্গে কী অবস্থা? তখন বলেছিলাম, ‘আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি, ঘুরিফিরি ভাই-ব্রাদারের মতো।’ সে ‘ভাই-ব্রাদারটা’ কোট করেছে। কেন ভাই-ব্রাদার বললাম, এ কারণে হয়তো রেগে আছে।

আরও পড়ুনঃ  এই, মেয়েদের বাজার কী— বর্ষাকে ধুয়ে দিলেন পরীমণি

এরপর আরশের উদ্দেশে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি আরশকে বলতে চাই, তোকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিইনি। তোর জন্মদিনেও আমিই উইশ করেছিলাম। তখন ভাই-ব্রাদার বলেছিলাম। তুই আমার কাছে ওই রকম ভাই-ব্রাদার যে, তুই আমার এভরিথিং। এটা নিয়ে মেজাজ খারাপের কিছু নেই। আর হ্যাঁ, কবিতা লিখা বন্ধ কর আর আমাকে নিয়ে কথা বলাও বন্ধ কর।’

সর্বশেষ সংবাদ

মা
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৯:১৬
ঢাকা ও বেইজিং ৯ চুক্তি স্বাক্ষর করলো
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৯:১৬
‘রাফিনিয়া কথায় সিংহ, খেলায় বিড়াল’
বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৯:১৬
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675