স্টাফ রিপোর্টার: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের ৩৫তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রাজশাহীতে ব্যাংকের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ ইনস্টিটিউটে বৃহস্পতিবার অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাকাবের ব্যবস্থাপনা পরিচালক জাহিদুল হক। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত কর্মকর্তাদের মাঝে সনদ বিতরণ করেন।
প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ সুব্রত কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, রাজশাহী বিভাগের মহাব্যবস্থাপক আতিকুল ইসলাম, প্রধান কার্যালয়ের নিরীক্ষা, হিসাব ও আদায় মহাবিভাগের মহাব্যবস্থাপক মাকসুদা নাসরীন এবং প্রশাসন মহাবিভাগের মহাব্যবস্থাপক (চলতি দায়িত্ব) শওকত শহীদুল ইসলাম। মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সে মোট ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছিলেন।