স্টাফ রিপোর্টার : এসএসসি ১৯৭২-২০২৪, রাজশাহী বিভাগের উদ্যোগে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ। গত ২০ ডিসেম্বর শুক্রবার এসএসসি ১৯৭২-২০২৪, রাজশাহী বিভাগের উদ্যোগে ৩য়, ৪র্থ ও ৫ম শ্রেণির মেধা অন্বেষণ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় রাজশাহী জেলার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে অ্যাডভান্সড মিলেনিয়াম স্কুলে। এবারের পরীক্ষায় ট্যালেন্টপুল প্রাপ্ত হয়েছেন ১০ জন এবং সাধারণত গ্রেড প্রাপ্ত হয়েছেন ১৮ জন ।
ট্যালেন্টপুল (১০ জন):
৩য় শ্রেণি: রোল -২৮৪, ৩২৬, ৩৩২।
৪র্থ শ্রেণি: রোল -৪০৯, ৪১০, ৪৪৬।
৫ম শ্রেণি: রোল -৫০৯, ৫১৭, ৫২৪, ৫৪৬।
সাধারণত গ্রেড (১৮ জন):
৩য় শ্রেণি: রোল -৩০১, ৩০৩, ৩১৫, ৩২২, ৩২৯, ৩৩০।
৪র্থ শ্রেণি: রোল -৪১২, ৪১৯, ৪১৫, ৪২১, ৪২৯, ৪৪৪।
৫ম শ্রেণি: রোল -৫০১, ৫০৪, ৫১০, ৫১৯, ৫৩১, ৫৫৬।
কর্তৃপক্ষ জানান প্রতি বছর শিক্ষার্থীদের মেধা বিকাশে এধরনের উদ্যোগ গ্রহণ করে থাকেন। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকগণ শিক্ষা একাডেমিক ক্লাস কোচিং সেন্টারের অফিসে খাতা যাচাই করতে পারবেন। যে কোন ধরনের যোগাযোগ করার জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। যোগাযোগের ঠিকানা : মাহমুদা ভিলা, মহিলা কলেজের দক্ষিণ দিকে, হেতমখাঁ গোরস্থান রোড, রাজশাহী, মোবাইল: ০১৭৭২১৭৬৬৮০। পরবর্তী শিক্ষাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তারিখ ও সময় ফোন কলের মাধ্যমে জানানো হবে।