Home খেলা ঢাকায় নেমে আফ্রিদি বাংলায় বললেন, ‘আমি চলে এসেছি’

ঢাকায় নেমে আফ্রিদি বাংলায় বললেন, ‘আমি চলে এসেছি’

ঢাকায় নেমে আফ্রিদি বাংলায় বললেন, ‘আমি চলে এসেছি’

অনলাইন ডেস্ক : রাত পোহালেই মাঠে গড়াবে বিপিএলের একাদশ আসর। বিপিএলকে সামনে রেখে ঢাকায় এসেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার শহিদ আফ্রিদি। তবে এবার খেলতে নয়। চিটাগং কিংসের শুভেচ্ছাদূত ও মেন্টর হিসেবে এবার বাংলাদেশে আগমন তার।

রোববার (২৯ ডিসেম্বর) ঢাকায় পা রাখেন কিংবদন্তি এই ক্রিকেটার। এসেই ভাঙা ভাঙা বাংলায় আফ্রিদি বললেন, ‘আমি বাংলাদেশে চলে এসেছি।’

এর বিপিএলের ছয় আসরে খেলেছেন আফ্রিদি। ঢাকা গ্লাডিয়েটর্স, সিলেট সুপারস্টারস, রংপুর রাইডার্স, ঢাকা ডায়নামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা প্লাটুনের হয়ে মাঠ মাতিয়েছেন তিনি।

এর আগে বিপিএল খেলতে বাংলাদেশে এসেছেন পাক পেসার ও শহিদ আফ্রিদির মেয়ে জামাই শাহীন শাহ আফ্রিদি। নিজের শ্বশুর সম্পর্কে শাহীন বলেছিলেন, ‘তিনি পরামর্শক হিসেবে আসছেন। আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।’-ইত্তেফাক

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here