• ঢাকা, বাংলাদেশ
  • ২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ইমাম-মুয়াজ্জিনদের সুষ্ঠু বেতন কাঠামো তৈরি করতে সরকার কাজ করছে

প্রকাশ: সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪ ১০:৫৩

ইমাম-মুয়াজ্জিনদের সুষ্ঠু বেতন কাঠামো তৈরি করতে সরকার কাজ করছে

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ইমাম, খতিব এবং মুয়াজ্জিনরা সমাজের খুবই গুরুত্বপূর্ণ অংশ। তাদের উপযুক্ত সম্মান জানাতে একটি সুষ্ঠু বেতন কাঠামো তৈরি এবং উৎসব ভাতা প্রদান নিশ্চিত করতে সরকার কাজ করছে। পাশাপাশি মসজিদ পরিচালনার জন্য আলাদা নীতিমালা তৈরির কাজও চলছে।

সোমবার (৩০ ডিসেম্বর) পটুয়াখালী ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুনঃ  মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!

এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক অস্থিরতা দূরীকরণ, অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সরকার গুরুত্বপূর্ণ সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কাজ সম্পন্ন করার পর নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  আজহারীর মাহফিলে মোবাইল হারানোর ১৩ জিডি, গয়না চুরির চেষ্টায় ৮ নারী আটক

সংখ্যালঘু ইস্যুতে ধর্ম উপদেষ্টা বলেন, গত ৫ আগস্টের পর থেকে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনায় এ পর্যন্ত ৯৩টি মামলা হয়েছে। ইতোমধ্যে ৭২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের প্রতিটি নাগরিকের স্ব-স্ব ধর্ম পালনের সমান অধিকার রয়েছে। কেউ যদি এ অধিকার ক্ষুণ্ন করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুনঃ  ভাঙ্গায় ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালিত ক্ষুদ্র কৃষক উন্নয়ন ফাউন্ডেশন কর্মকর্তা কর্মচারীদের

জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসমা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন এবং পুলিশ সুপার মো. আনোয়ার জাহিদ। এ ছাড়া মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং জেলার বিভিন্ন মসজিদের ২০০ খতিব, ইমাম এবং মুয়াজ্জিনরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

ছোট অপরাধ বাড়ছে, বড় অপরাধ কমে এসেছে : আসিফ মাহমুদ
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
পুঠিয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রী নিহত
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
ওএসডি হলেন পুলিশের ঊর্ধ্বতন ৮২ কর্মকর্তা
বুধবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৫ ১২:২০
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675