ঢাকা থেকে গ্রেপ্তার ঈশ্বরদী আ.লীগের সম্পাদক কারাগারে

ঢাকা থেকে গ্রেপ্তার ঈশ্বরদী আ.লীগের সম্পাদক কারাগারে

ঈশ্বরদী প্রতিনিধি : ছাত্র–জনতার ওপর হামলা মামলায় পাবনার ঈশ্বরদী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টুকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার তাকে জেলা আমলি আদালত–২ এ হাজির করলে তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালতের বিচারক তা না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুনঃ  চট্টগ্রামে গৃহবধূর মরদেহ উদ্ধার

আবুল কালাম আজাদ মিন্টু ঈশ্বরদী পৌরসভার সাবেক মেয়র ও সাবেক ভূমিমন্ত্রী প্রয়াত শামসুর রহমান শরীফের জামাতা। তিনি ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে পলাতক ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলনে গত ৪ আগস্ট ছাত্র-জনতার ওপর হামলা মামলার এজাহারে সরাসরি তাঁর নাম নেই। তবে ঈশ্বরদী থানা-পুলিশের মামলা তদন্তে তার নাম এসেছে।

আরও পড়ুনঃ  আদালতে হাজিরা দিয়ে হাজতখানায় নেওয়ার সময় পালিয়ে গেলেন আসামি

এর আগে সোমবার রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে আটক করে পুলিশ তেজগাঁও থানায় নিয়ে আসে। রাতেই তাকে ঈশ্বরদী থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুনঃ  মাদারীপুরে গ্রামবাসীর মধ্যে দুদিন ধরে দফায় দফায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, পুলিশসহ আহত অর্ধশত

মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার এসআই শরিফুজ্জামান জানান, আবুল কালাম আজাদ মিন্টু এজাহার নামীয় না হলেও ঈশ্বরদী এবং দাশুড়িয়ার দু’টি মামলার তদন্তে নাম আসায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *