Home বিনোদন ‘এই পোশাক পরবে না, চুলও খোলা রাখবে না’, গৌরীকে শাহরুখ

‘এই পোশাক পরবে না, চুলও খোলা রাখবে না’, গৌরীকে শাহরুখ

‘এই পোশাক পরবে না, চুলও খোলা রাখবে না’, গৌরীকে শাহরুখ

অনলাইন ডেস্ক : এখনও বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসেবে খ্যাতিই শাহরুখ খান ও গৌরী খান দম্পতি। তারকা হয়ে ওঠার আগে থেকে গৌরী খানের সঙ্গে প্রেম শাহরুখ খানের। তারপর কেটে গেছে অনেকটা সময়।

তবে শুরুর দিকে প্রেমের পথ নাকি খুব একটা মসৃণ ছিল না তাদের। বহু চড়াই-উতরাই পেরিয়ে একসঙ্গে হয়েছিলেন শাহরুখ-গৌরী; সমস্যা ছিল নিজেদের বোঝাপড়াতেও।

শাহরুখের অধিকারবোধ নাকি প্রবল ছিল। গৌরীর ওপর নানা নিয়ম জারি করেছিলেন তিনি। কেমন পোশাক, কেমন সাজ হবে, তা নিয়ে বেশ কিছু নিষেধাজ্ঞাও জারি করেছিলেন গৌরীর ওপর।

সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে সে কথাই শোনা গেল গৌরীর পক্ষ থেকে। জানালেন, যে কোনো ধরনের সাদা রঙের শার্ট পরার ওপর নিষেধাজ্ঞা ছিল গৌরীর। কারণ শাহরুখ মনে করতেন, সাদা রঙের শার্ট খুবই স্বচ্ছ হয়। নায়ক বলেছিলেন, ‘তুমি আমার প্রেমিকা। তাই খোলা চুলে রাস্তায় বের হওয়ার অনুমতি আমি দিতে পারব না। সাদা রঙের শার্টও পরতে পারবে না।’

শাহরুখ অবশ্য সেই সাক্ষাৎকারে জানিয়েছিলেন, গৌরীকে তিনি নিয়ন্ত্রণ করতে চাইতেন। তার কথায়, ‘নিয়ন্ত্রণ করার জন্য আমি খুব খারাপ হয়ে গিয়েছিলাম। তবে এই খারাপ হয়ে ওঠার ব্যাপারটা আমি বেশ উপভোগ করি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here