ফরিদপুরে মই থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুরে মই থেকে পড়ে কিশোরের মৃত্যু

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরে সাইনবোর্ড খুলতে গিয়ে মই থেকে পড়ে মারুফ লস্কর (১৩) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) বাদ জোহর জানাজা শেষে স্থানীয় পারিবারিক কবরস্থানে মারুফের মরদেহ দাফন করা হয়েছে।

এর আগে রোববার (১২ জানুয়ারি) দিবাগত রাতে ফরিদপুর শহরের একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় ওই কিশোরের।

মারুফ লস্কর ফরিদপুরের সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের সোহরাব লস্করের ছেলে।

আরও পড়ুনঃ  প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় সন্তুষ্ট নয় বিএনপি

সোহরাব লস্কর স্ত্রী শামেলা ও ছেলে মারুফকে নিয়ে ফরিদপুর শহরের আলীপুর রাজ্জাকের মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। তিনি রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। আর নিহত মারুফ স্থানীয় আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি হতদরিদ্র পরিবারের ছেলে মারুফ পড়াশোনার পাশাপাশি পোস্টার সাঁটানো কিংবা সাইনবোর্ড লটকানোর কাজ করত। গত রোববার বিকেলের দিকে সে শহরের রাজ্জাকের মোড়ে একটি বিউটি পার্লারের কয়েকটি ডিজিটাল সাইনবোর্ড টাঙায়। এরপর ওই এলাকার খাবার হোটেলের একটি সাইনবোর্ড নামানোর জন্য মই বেয়ে ওপরে উঠলে পা পিছলে সড়কে পড়ে গুরুতর আহত হয়।

আরও পড়ুনঃ  যাত্রীবাহী ট্রেনে মিলল ৪ কোটি টাকার এলএসডি ও গহনা

স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  বড়াইগ্রামের শিশু জুঁই ধর্ষণ ও হত্যার ঘটনায় অপরাধীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ

এ ব্যাপারে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃত শিশুর মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে মরদেহটি জেলার সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামে দাফন করা হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *