সমাজের বিত্তশালী হৃদয়বান মানুষের কাছে চিকিৎসার জন্য আকুল আবেদন জানিয়েছেন রোগীর পরিবার।
নগরীর লক্ষীপুর ভাটাপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর। পেশায় একজন ইমারত শ্রমিক ( রাজমিস্ত্রী) । সে দীর্ঘদিন যাবৎ জটিল রোগে আক্রান্ত। তার দুইটি ভাল্ব নষ্ট হয়ে গেছে। এছাড়াও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন থেকে শয্যাশয়ী। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন জাহাঙ্গীর। তার অসুস্থতার কারনে তার পরিবার এখন মানবেতর জীবনযাপন করছে।
তার উন্নত চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন যা তার পরিবাবের পক্ষে বহনকরা সম্ভব না। তাই জাহাঙ্গীর সমাজের বিত্তশালী হৃদয়বান মানুষের কাছে চিকিৎসার খরচের জন্য আবেদন করেন।
জাহাঙ্গীর বিকাশ ও নগদ নাম্বারে সাহায্য পাঠানোর জন্য বিনীত অনুরোধ জানান। বিকাশ ও নগদ – ০১৬৫০- ২২১৬১৭ (পরিবার)
এছাড়াও তাঁকে সরাসরি সাহায্য পাঠানোর জন্য, বাসা নং- ১১৪৫, লক্ষিপুর ভাটাপাড়া কাদের মন্ডলের মোড়ে উত্তরগলি ফাল্গুনীলেন, ওয়ার্ড নং – ০৬, থানা- রাজপাড়া, জেলা: রাজশাহী তার নিজ বাসস্থানে অনুরোধন করেন।