চাঁপাইনবাবগঞ্জ স্কুল কাপ কারাতে প্রতিযোগিতায়-২০২৪ রাজশাহী শিক্ষা বোর্ডের টিম রানার আপ

চাঁপাইনবাবগঞ্জ স্কুল কাপ কারাতে প্রতিযোগিতায়-২০২৪ রাজশাহী শিক্ষা বোর্ডের টিম রানার আপ

স্টাফ রিপোর্টার : ১০/০১/২০২৫ তারিখে অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ স্কুল কাপ প্রতিযোগিতা-২০২৪ ১৬(ষোল)টি টিম অংশগ্রহণ করে। উক্ত প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিম অংশগ্রহণ করে সাফল্যের সাথে ০৬(ছয়)টি স্বর্ণ, ০৫(পাঁচ)টি রৌপ্য ও ০৭(সাত)টি তাম্র পদক অর্জন করে বাংলাদেশ স্কুল কাপ কারাতে প্রতিযোগিতায় রানার আপ হয়ে গৌরব অর্জন করেছে। যা জাতীয় পর্যায়ে রাজশাহী শিক্ষা বোর্ডের নাম স্বর্ণ অক্ষরে স্মরণীয়। আমরা কৃতজ্ঞতা জানাই আয়োজক কমিটিকে। উক্ত খেলার রানার আপ ট্রফি রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম ও সচিব প্রফেসর মো. হুমায়ূন কবীরসহ রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তাগণের হাতে বিজয় ট্রফি তুলে দেন ক্রীড়া অফিসার জনাব মো. ওয়ালিদ হোসেন, সহকারী ক্রীড়া অফিসার জনাব মো. হাসান আলী, কোচ শেখ মাহমুদুন নবী তুষার, তন্ময় ঘোষ সুজন ও মো. বিশাল রহমানসহ খেলোয়াড়বৃন্দ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আরিফুল ইসলাম, কলেজ পরিদর্শক জনাব মো, এনামুল হক, বিদ্যালয় পরিদর্শক জনাব মহা. জিয়াউল হক, উপ-পরিচালক (হিসাব ও নিরীক্ষা) জনাব মো. নূরুল ইসলাম খাঁন, সিনিয়র সিষ্টেম এনালিষ্ট প্রকৌশলী মোহাম্মদ শফিকুল ইসলাম, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) জনাব মো. মুঞ্জুর রহমান খান, উপ-সচিব (ভান্ডার) মোহা. দুরুল হোদা, উপ-কলেজ পদির্শক জনাব লিটন সরকার, উপ-বিদ্যালয় পরিদর্শক জনাব মো. ফরিদ হাসান, রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মচারী ইউনিয়নের সভাপতি জনাব মোহা. হুমায়ন কবীর ও সাধারণ সম্পাদক জনাব মো. মাহাবুব আলী।

আরও পড়ুনঃ  নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪

উক্ত প্রতিযোগিতায় চীফ রেফারির দায়িত্বপালন করেন শেখ মাহমুুদুন নবী তুষার এবং রেফারির দায়িত্বপালন করেন তন্ময় ঘোষ সুজন, মো. গোলাম মুর্ত্তুজা মিল্টন, মো. শাহিনুরুল ইসলাম শাহিন ও মো. ফরিদ হোসেন।

আরও পড়ুনঃ  আমরা উড্ডয়ন শুরু করে ফেলেছি, নামার সুযোগ নেই : পরিসংখ্যান সচিব

উক্ত প্রতিযোগিতায় রাজশাহী শিক্ষা বোর্ডের টিমের বিজয়ী খেলোয়াড়রা হলেন, ০১। মাইনাস (-)২৫ কেজি ওজন শ্রেণিতে অনিরুদ্ধ ঘোষ অনি- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০২। উম্মুক্ত ওজন শ্রেণিতে মোসা. ফাতেমা- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৩। ৫০ কেজি শ্রেণিতে মো. জীবন রানা- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৪। মাইনাস (-) ৪৫ কেজি ওজন শ্রেণিতে অরিদম ঘোষ রূদ্ধ- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৫। উম্মুক্ত কাতা নুর মোহাম্মদ সাদ- স্বর্ণ পদক ও উম্মুক্ত ওজন শ্রেণিতে তাম্র পদক (খেলোয়াড়), ০৬। মাইনাস (-)২৫ কেজি ওজন শ্রেণিতে মো. নোমান সাদিক- রৌপ্য পদক (খেলোয়াড়), ০৭। মাইনাস (-)২৫ কেজি ওজন শ্রেণিতে শেখ ওয়াহিদুন্নবী সিফাত- স্বর্ণ পদক (খেলোয়াড়), ০৮। উম্মুক্ত ওজন শ্রেণিতে মো. রুবেল খান – রৌপ্য পদক (খেলোয়াড়), ০৯। উম্মুক্ত ওজন শ্রেণিতে মো. রাহুল শেখ মুন – রৌপ্য পদক (খেলোয়াড়), ১০। মাইনাস (-) ২৫ কেজি ওজন শ্রেণিতে মো. তাজদার হোসেন তানজিল- তাম্র পদক (খেলোয়াড়), ১১। মাইনাস (-) ২৫ কেজি ওজন শ্রেণিতে মোছা. আবিহা হোসেন ইফা- তাম্র পদক (খেলোয়াড়), ১২। উম্মুক্ত ওজন শ্রেণিতে মো. রজব আলী মোল্লা- রৌপ্য পদক (খেলোয়াড়)।খবর বিজ্ঞপ্তি।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *