জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠকে যাচ্ছে বিএনপি

অনলাইন ডেস্ক : জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র চূড়ান্ত করার লক্ষ্যে রাজনৈতিক দল ও অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ ওই বৈঠকে যোগ দেবেন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুনঃ  ‘মার্চ ফর গাজা’ থেকে ফিলিস্তিনের সার্বভৌমত্বের দাবি

তিনি জানান, স্থায়ী কমিটি সদস্য সালাউদ্দিন আহমেদ গুলশান বাসা থেকে কিছু সময়ের মধ্যে রওনা করবেন।

রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

বিএনপি এ বৈঠকে যাবে কি না, সে বিষয়ে নানা আলোচনা চলছিল। শেষ পর্যন্ত দলটির পক্ষ থেকে একজন প্রতিনিধি পাঠানোর কথা জানানো হলো।

আরও পড়ুনঃ  ফরিদপুরে তরমুজ বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত ২

সর্বদলীয় এ বৈঠকের সময় ও স্থানের কথা জানিয়ে বুধবার রাতে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। প্রেস উইং থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ বৈঠক আহ্বান করেছে। -বাংলানিউজ

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *