সংবাদ বিজ্ঞপ্তি : খ্রীষ্ঠধর্মালম্বীদের মহাতীর্থৎসব পালিত হয়েছে। গোদাগাড়ী উপজেলার নবাইবটতলা মিশনে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল নয়টা থেকে দিনব্যাপী রক্ষা কারিনী মা মারিয়ার তীর্থৎসব পালিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের সময় নবাই বটতলা গ্রামে মুক্তিযোদ্ধাদের অবস্থানের খবর পেয়ে, পাকিস্তানি সৈন্যরা গ্রামটি আক্রমন করে।
মুক্তিযোদ্ধা ও আর্শিত লোকজনসহ গ্রামবাসীদের হত্যার জন্য ধরে নিয়ে যায় ও নির্মম নির্যাতন বাড়িয়ে দেয়। খ্রীষ্ঠসম্প্রদায়ের মানুষেরা তাদের প্রাণ ভিক্ষা চেয়ে মা মারিয়ার নিকট প্রার্থনা করে। অলৌকিক আর্শিবাদে, আর্শিত লোকজন ও গ্রামবাসী বেচে যায়।পাকিস্তানি সৈন্যরা বন্দিদের ছেড়ে দিয়ে পাশের ডাইংপাড়ায় আগুন দিয়ে চলে যায়।
তখন থকেই,মা মারিয়ার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নবাই বটতলা গ্রামে, দিনটিকে স্মরণ করে প্রতি বছর ১৬ জানুয়ারি মাহাতীর্থৎব পালন করে খ্রীষ্ঠধর্মালম্বীরা।
এই মহান তীর্থে বিশেষ মিশা অনুষ্ঠিত হয়েছে। প্রার্থনায় পৌরহিত্য করেন বিশপ জেমস রোমেল বৈরাগী, মিশায় উপস্থিত ছিলেন
রাজশাহী ধর্মপ্রদেশিয় বিশপ জেরভাস রোজারিও, যাযক ফাবিয়ান মারন্ডী,লিংকু গমেজ,স্বপন পিউরিফিকেশনসহ ব্রাদার ও সিস্টারগন উপস্থিত ছিলেন। এই আয়োজনে দিনব্যপী গ্রাম বাংলার ঐতিহ্যের মেলা বসে,ঘরে ঘরে পালিত হয় সার্বজনিন উৎসব।