স্টাফ রিপোর্টার : নগরীতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এসিডির তথ্য অধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ইউএসএআইডি’র আর্থিক এবং দ্যা কার্টার সেন্টারের কারিগরী সহযোগিতায় এ্যাসোসিয়েশন ফর কম্যুনিটি ডেভেলপমেন্ট-এসিডির আয়োজনে “বাংলাদেশে তথ্য প্রাপ্তির অধিকারে নারীর অগ্রগতি প্রকল্প” শীর্ষক কর্মসূচির আওতায় রাজশাহীর নওদাপাড়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে তথ্য অধিকার অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।
তথ্যে প্রবেশাধিকার বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের সচেতনতা ও সৃজনশীলতার বৃদ্ধিতে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধনী পর্বে প্রকল্প সমন্বয়কারী সুব্রত কুমার পালের সঞ্চালনায় উদ্বোধনী পর্বে নওদাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দীন বলেন, শিক্ষার্থীদের জন্য এই অলিম্পিয়াড মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নওদাপাড়া উচ্চ বিদ্যালয়ের পাশাপাশি আটকোসী উচ্চ বিদ্যালয় ও শাহমখদুম হাই স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অলিম্পিয়াডে অংশগ্রহণকারীরা তথ্য অধিকার, তথ্য অধিকার আইন, সংবিধান, আইন-কানুন, নাগরিক অধিকার, নাগরিকদের দায়িত্ব ও কর্তব্য নাগরিক হিসাবে দেশের জন্য ভূমিকাা পাশাপাশি তথ্য অধিকার আইন অনুযায়ী তথ্য অনুরোধ প্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণার উপর প্রশ্ন-উত্তর পর্ব পরিচালিত হয়। ৭৯জন শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশ নেন।
অলিম্পিয়াডে জানানো হয়. তথ্য অধিকার (আরটিআই) আইন, ২০০৯ নাগরিকের অধিকার ও প্রাপ্য সেবা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রাপ্তির ক্ষমতা নিশ্চিত করে। এক্ষেত্রে নাগরিক সরকারি, সুশীল সমাজ সংস্থা কিংবা বেসরকারি প্রতিষ্ঠান থেকে তথ্যের আবেদন করতে পারে। এই নীতিটি সরকারি বেসরকারি-উভয় ধরনের প্রতিষ্ঠানেরই স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণে ভূমিকা রাখে।
এই নীতি জনগণের অর্থায়নে পরিচালিত সরকারি প্রতিষ্ঠানগুলোকে তাদের কার্যক্রম সম্পর্কে জবাবদিহি করতে অবদান রাখে। অলিম্পিয়াডে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। এসময় আটকোষী উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মমতাজ পারভীন, শাহমখদুম হাই স্কুলের শিক্ষক মো. হাসিবুল আলম, নওদাপাড়া হাই স্কুলের শিক্ষক মোসা. সিরাজুম মুনীরা বক্তব্য রাখেন।