• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫

প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫ ৮:৩১

বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা-২০২৫

আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ, রাজশাহী গবেষণাগারের আয়োজনে তিন দিনব্যাপী (১৬-১৮ জানুয়ারি) “বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলা- ২০২৫ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা আরম্ভ হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী, সদস্য (প্রশাসন) বিসিএসআইআর, মেলা উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর গবেষণা সমন্বয়কারী ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল হুদা ভূঁইয়া।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগারের পরিচালক ড. মোঃ সেলিম খান, সিএসও। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিএসআইআর, রাজশাহী গবেষণাগারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ বাদরুল ইসলাম । প্রধান অতিথি বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনার মোঃ ইফতেখার আহমেদ চৌধুরী তার বক্তব্যে বলেন, এই আয়োজনের মধ্য দিয়ে অভিনব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকশিত হবে এবং বিজ্ঞানমনস্ক জাতিগঠণে অসামান্য ভূমিকা রাখবে। আজকের ক্ষুদে বিজ্ঞানীরা বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গঠনের মাধমে নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি করবে বলে তিনি আশা প্রকাশ করেন । বিশেষ অতিথি প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ নূরুল হুদা ভূঁইয়া বলেন, এ ধরনের মেলা বিজ্ঞানমনস্ক জাতি গঠনের জন্য সহায়ক হবে। তিনি আরও বলেন, বাংলাদেশ সরকারের চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেন্জ মোকাবেলায় বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনের কোনো বিকল্প নেই।

আরও পড়ুনঃ  বাঁশের শহীদ মিনারে একুশে ফেব্রুয়ারি উদযাপন

অনুষ্ঠানের সভাপতি ড. মোঃ সেলিম খান বলেন, এ মেলার প্রকৃত উদ্দেশ্য হল নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গবেষণার মাধ্যমে টেকসই উন্নয়ন করা এবং জনগণের চাহিদা অনুযায়ী নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে তাদের আগ্রহ সৃষ্টি করা। এ মেলায় রাজশাহীর স্বনামধন্য স্কুল, কলেজ ও ক্লাবসহ ৪৪ টিরও বেশি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবনী স্টল দিয়ে ৪৯ টি বৈজ্ঞানিক প্রজেক্টের মাধ্যমে মেলাটিকে সুসজ্জিত করেছে। সকলের জন্য মেলা প্রতিদিন সকাল ১০:০০ টা হতে বিকাল ৫:০০ টা পর্যন্ত উম্মুক্ত থাকবে। শিক্ষার্থীদের তিনটি গ্রুপে (৬ষ্ঠ-৮ম শ্রেণিঃ ‘A’-গ্রুপ, ৯ম-১০ম শ্রেণিঃ ‘B’-গ্রুপ, ১১শ-১২শ শ্রেণি ও বিজ্ঞান ক্লাব ‘C’-গ্রুপ) বিভক্ত করে মেলায় অংশগ্রহণের সুযোগ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত প্রকল্পসমূহ মেলায় প্রদর্শন করবে।

আরও পড়ুনঃ  আবুল বাশার মিন্টুর হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

মেলার সমাপনী দিনে স্টল মূল্যায়নের মাধ্যমে শ্রেষ্ঠত্ব অর্জনকারী ১ম, ২য় ও ৩য় স্টলকে বিশেষ পুরস্কার ছাড়াও প্রত্যেক স্টলকে সনদ প্রদান করা হবে।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
দ. কোরিয়ায় মহাসড়ক সেতুর কাঠামো ধসে নিহত ৪
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
শান্তি মানে ইউক্রেনের আত্মসমর্পণ করা নয় : ম্যাক্রোঁ
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১:২৫
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675