আরিফুল ইসলাম, রাজশাহী: বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) এর ওপেন স্কুল পরিচালিত এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের ৯ম ব্যাচে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান ১৭ জানুয়ারী রাজশাহী আঞ্চলিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সম্পূর্ণ বাংলা মাধ্যমে প্রবর্তিত এমবিএ প্রোগ্রামে পড়া-শুনা, আধুনিক বিশ্বে মুক্ত বাজার অর্থনীতিতে ব্যবসা প্রশাসনের ভূমিকা, বিশ্বায়নে বাংলাদেশের অর্থনীতির অবস্থান, এমবিএ (বাংলা মাধ্যম) প্রোগ্রামের কোর্স কারিকুলাম এবং ডিজিটাল শিক্ষা সেবা বিষয়ে আলোকপাত করা হয়। অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাউবি ওপেন স্কুলের সহযোগী অধ্যাপক ড. জাহেদ মাননান। তিনি শিক্ষার্থীদের সহজ ভাষায় প্রোগ্রামের উপর দিক নির্দেশনা প্রদান করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. সেরাজ উদ্দীন। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-আঞ্চলিক পরিচালক এমএস উম্মে সালমা নাজিফা। সভাপতিত্ব করেন বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের আঞ্চলিক পরিচালক জনাব মোহা: আবু বাককার ।