• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ম্যাচ হারের পর বিদেশি ক্রিকেটারদের দুষলেন সিলেট অধিনায়ক

প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫ ৯:২৭

ম্যাচ হারের পর বিদেশি ক্রিকেটারদের দুষলেন সিলেট অধিনায়ক

অনলাইন ডেস্ক : চলতি বিপিএলে টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। আজকের (শুক্রবার) ম্যাচেও ফ্র্যাঞ্চাইজিটি দুর্বার রাজশাহীর কাছে ৬৫ রানের বড় ব্যবধানে হেরেছে। ম্যাচ হারের জন্য সিলেট অধিনায়ক আরিফুল হক সরাসরি বিদেশি ক্রিকেটারদের কাঁধে দোষ চাপিয়েছেন। তিনি বলেন, তারা পারফরম্যান্স না করায় দলের এমন অবস্থা।

আরিফুল বলেন, ‘আমার কাছে মনে হয় এই উইকেটে (১৮৫) লক্ষ্য তাড়া করার মতো ছিল। কিন্তু বিদেশি ক্রিকেটাররা আমাদের পুরোপুরি সাপোর্ট করছে না। সবমিলিয়ে সাতটা ম্যাচ খেললাম, আমাদের দেশি ক্রিকেটাররাই পারফর্ম করেছে। আমাদের টপ অর্ডারে বেশিরভাগই বিদেশি ক্রিকেটার। তারা যদি সাপোর্ট না করে তাহলে ১৮০ কেন, আমরা ১৫০ রানও তাড়া করতে পারব না।’

আরও পড়ুনঃ  নিজেদের দিনে যে কোনো দলকে হারাতে পারি : শান্ত

দলে থাকা বিদেশি ক্রিকেটারদের পরিবর্তন করার ইচ্ছাও জানিয়েছেন সিলেট অধিনায়ক, ‘এখন আমাদের কোচিং স্টাফদের সঙ্গে কথা বলতে হবে, দেখতে হবে কী অবস্থা। পরিবর্তন আসতে হবে, পরিবর্তন না আসলে হচ্ছে না। পরিবর্তন আনতে হবে।’

জয়ের জন্য তিন বিভাগেই ভালো পারফর্ম চান আরিফুল, ‘আমার কাছে মনে হয় আমরা কোনোদিন হয়তো ব্যাটিং ভালো করছি, বোলিং খারাপ করছি। আমরা তিনটা জায়গাতে একই রকম পারফর্ম করতে পারছি না। আপনার টপ অর্ডারে যদি রান না হয় শেষের দিকে আপনি যতই মারেন না কেন ১২০ কিংবা ১৫০ রানই হবে, এর চেয়ে বেশি হবে না। সুতরাং টপ অর্ডার থেকে যদি রান আসে, নিচের ব্যাটাররা খুব সুন্দর ক্যারি করতে পারে। জেতার জন্য আমাদের তিনটা জায়গায় পারফর্ম করা দরকার, তিনটা জায়গায় একইভাবে খেলতে পারছি না।’

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক বাংলাদেশের চপল

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এদিন দিনের প্রথম ম্যাচে টস জিতে আগে ব্যাটিং নেয় রাজশাহী। নির্ধারিত ২০ ওভারে তারা ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে রায়ান বার্ল সর্বোচ্চ ৪১ এবং এনামুল হক বিজয় ৩২ রান করেছেন। লক্ষ্য তাড়ায় ১৭.৩ ওভারেই ১১৯ রানে গুটিয়ে যায় সিলেট। ৭ ম্যাচের মধ্যে ষষ্ঠ হারে তারা পয়েন্ট টেবিলের ছয় নম্বরে রয়েছে।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675