জয়পুরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ

জয়পুরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ

এম.এ.জলিল রানা.জয়পুরহাট: জয়পুরহাটে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ। জেলার ক্ষেতলালে অবৈধ বিদ্যুৎ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে পশ্চিম দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানির এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

খবর পেয়ে ইতোমধ্যে অবৈধ ওই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একইসাথে তদন্ত করে ওই শিক্ষকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ।

আরও পড়ুনঃ  নববর্ষেও দেশের মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : দুলু

স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দেখা গেছে, বিদ্যালয়ের পাশে একটি পুকুর রয়েছে। সে পুকুরে পানি দেওয়ার জন্য বিদ্যালয়ের ক্লাসরুম থেকে সংযোগটি নিয়ে বিদ্যালয়ের মাঠ খুঁড়ে তার নিয়ে যাওয়া হয়েছে। সেখানে কোথাও কোথাও সংযোগের তারও বের হয়ে রয়েছে।

বিষয়টি নিয়ে বিদ্যালয়ে শিক্ষিকা নাজমা বেগম ও রুজিনা পারভীন জানান, আমরা জানি সংযোগটি পাশের রুমে নিয়ে যাওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  গুলশানে শনিবার থেকে বন্ধ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা চলাচল

অবৈধ সংযোগ নেওয়া সেলিম রেজা বলেন, কিছুদিন আগ থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের সাথে কথা হয়। তাকে বিল দেওয়া হবে বলে আমি এখানে সংযোগ নিয়েছি।

এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রেজা আল আমিনের কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বলেন, আমি পল্লী বিদ্যুতের লোকের কাছে অনুমতি নিয়ে সংযোগ দিয়েছি। আপনারা নিউজ করে যা পারেন করেন। আমি আপনাদের দেখে নিবো।

আরও পড়ুনঃ  অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু

পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার (জিএম) আবু উমাম মাহবুবুল হক বলেন, এভাবে সংযোগ দেওয়ার কোনো আইন নেই। এটি বেআইনি ও অপরাধ। ইতোমধ্যে আমরা সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।

ক্ষেতলাল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, বিষয়টি আপনাদের কাছ থেকে শুনলাম। তবে এ বিষযয়ে অবশ্যয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *