কাঁটাতারের মাঝে গেট দেয়ার দাবি, ভারতীয়দের বিক্ষোভে বন্ধ বেড়ার কাজ

কাঁটাতারের মাঝে গেট দেয়ার দাবি, ভারতীয়দের বিক্ষোভে বন্ধ বেড়ার কাজ

অনলাইন ডেস্ক : বাংলাদেশ-ভারত সীমান্তের একটি অংশে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সম্প্রতি একরকম টানাপোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হতে দেখা গেছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ এবং নওগাঁ জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাধা দিয়েছে বাংলাদেশ।

মূলত সীমান্তে ভারতের আইন-বহির্ভূত এই কর্মকাণ্ড রুখে দেওয়ার কাজে বাংলাদেশ সীমান্তের অতন্দ্র প্রহরী বিজিবি’র পাশাপাশি ছিলেন সাধারণ বাংলাদেশিরাও। যার ফলে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ করতে বাধ্য হয়। আর এবার কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতীয়দের বিক্ষোভের মুখে পড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

স্থানীয় ভারতীয়দের বিক্ষোভের কারণে পশ্চিমবঙ্গ রাজ্যের নদীয়ায় ভারত ও বাংলাদেশ সীমান্তে সংশ্লিষ্ট স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে বিএসএফ। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

আরও পড়ুনঃ  যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলায় নিহত অন্তত ৭১

সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় বাসিন্দাদের বাধায় বাংলাদেশ-ভারত সীমান্তের কাঁটাতার লাগানোর কাজ বন্ধ করেছে বিএসএফ। পশ্চিমবঙ্গের নদীয়ার শিকারপুরে ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীদের বিক্ষোভের মুখে আপাতত কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

মূলত শিকারপুর বিডিও অফিসের পাশে মাথাভাঙা নদীর পাড়ে প্রায় ১.৩ কিলোমিটার জায়গাতে এতদিন কাঁটাতারের বেড়া ছিল না। জমি অধিগ্রহণ এবং অন্যান্য বিষয়ে বিএসএফ এবং বিজিবির দীর্ঘ আলোচনার পরে মাস ছয়েক আগে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছিল।

আরও পড়ুনঃ  পারমাণবিক বোমার মালিক হওয়া থেকে দূরে নেই ইরান

ইতোমধ্যে লোহার ‘অ্যাঙ্গেল’ এবং পিলার বসানোর কাজ সম্পন্ন হয়েছে। কিন্তু গত শনিবার সকাল থেকে মুরুটিয়া থানার শিকারপুর কুটিপাড়া এলাকায় সেই ওই কাজ চলাকালীন শুরু হয় গ্রামবাসীদের বিক্ষোভ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, কাঁটাতারে একটি লোহার গেট বসাতে হবে। গেট ছাড়া কাঁটাতার বসানো হলে মাথাভাঙা নদীর পানি এবং তীরের শ্মশান তারা ব্যবহার করতে পারবেন না। অন্যদিকে, বিএসএফ জানিয়েছে, গ্রামবাসীদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আপাতত বিতর্কিত অংশ ছেড়ে বাকি অংশে কাঁটাতার বসানোর কাজ চলছে।

সংবাদমাধ্যম বলছে, কুটিপাড়া এলাকায় কয়েক’শ পরিবারের বসবাস রয়েছে। কাঁটাতার বসানোর খবর পেয়ে সীমান্তে জড়ো হতে থাকেন তারা। তাঁদের দাবি, সেখানে লোহার গেট লাগাতেই হবে। বিএসএফকে বিষয়টি জানানোর পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

আরও পড়ুনঃ  ভারতে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো ৫০ বছরের পুরোনো মসজিদ

শিকারপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তপন রায় ও করিমপুর-১ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তাপস মণ্ডল জানান, গ্রামবাসীরা দাবি মতো বিএসএফ প্রতিশ্রুতি দিয়েছিল সংশ্লিষ্ট জায়গা বরাবর কাঁটাতারের বেড়া দেওয়া হলেও এলাকার মানুষের সুবিধার্থে একটি গেট রাখা হবে। কিন্তু শনিবার গ্রামবাসীরা লক্ষ্য করেন গেট না রেখে সমস্ত জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়া হচ্ছে। তাতেই আপত্তি জানান তারা।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *