Home রাজশাহীর কথা পরীক্ষার সময় স্মার্টফোন সঙ্গে রাখায় কেন্দ্র সচিবকে শোকজ

পরীক্ষার সময় স্মার্টফোন সঙ্গে রাখায় কেন্দ্র সচিবকে শোকজ

পরীক্ষার সময় স্মার্টফোন সঙ্গে রাখায় কেন্দ্র সচিবকে শোকজ

স্টাফ রিপোর্টার: এসএসসি পরীক্ষা চলাকালে নিজের কাছে স্মার্টফোন রাখার কারণে রাজশাহীতে এক কেন্দ্র সচিবকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড। রোববার রাজশাহীর তানোর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রের সচিব এবং ওই স্কুলের প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিমকে শোকজ করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে. গত রোববার এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ পর কেন্দ্রে প্রবেশ করেন কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম। এ সময় তার হাতে স্মাার্টফোন ছিল। তিনি সেটি হাতে নিয়ে পুরো কেন্দ্র পরিদর্শন করেন। এ বিষয়টি ওই কেন্দ্রে দায়িত্ব পালন করা অন্য শিক্ষকের পাশাপাশি কেন্দ্রের ট্যাগ অফিসার উপজেলা একাডেমির সুপারভাইজার সায়মা আঞ্জুমানও দেখেন। কেন্দ্রে থাকা অবস্থায় প্রধান শিক্ষক সেলিমকে নিয়ে শুরু হয় সমালোচনা। শেষ পর্যন্ত প্রধান শিক্ষকের এ কাণ্ড শিক্ষা বোর্ড পর্যন্ত গড়ায়।

বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম। তিনি জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিন গত রোববার কেন্দ্রের ভেতরে স্মার্টফোন নিয়ে ঘোরাফেরা করছিলেন সচিব মাইনুল ইসলাম সেলিম। পরদিন সোমবার বিষয়টি তারা জানতে পারেন। এরপর এ দিনই তাকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নোটিশের জবাব পাওয়ার পর এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। নোটিশের জবাব সন্তোষজনক না হলে ওই কেন্দ্র সচিব শাস্তির মুখে পড়তে পারেন বলেও জানান তিনি।

কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মাইনুল ইসলাম সেলিম বলেন, কারণ দর্শানোর নোটিশ তিনি পেয়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দেওয়া হবে। তবে কেন্দ্রে স্মার্টফোন নিয়ে যাওয়ার কারণ সম্পর্কে মন্তব্য করেননি তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here