• ঢাকা, বাংলাদেশ
  • ২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রংপুরে রাইডার্স ভক্তদের সঙ্গে সৌম্য-সোহানদের একদিন

প্রকাশ: সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫ ৯:৫৫

রংপুরে রাইডার্স ভক্তদের সঙ্গে সৌম্য-সোহানদের একদিন

অনলাইন ডেস্ক : কানায় কানায় পূর্ণ রংপুর স্টেডিয়াম। কেউ কেউতো স্টেডিয়ামে জায়গা না পেয়ে আশে-পাশের বাড়ির ছাদে গিয়ে উঠেছেন। জায়গা ভিন্ন ভিন্ন হলেও সবার উদ্দেশ্য একই—প্রিয় দলের ক্রিকেটারদের এক নজর দেখা, চোখকে প্রশান্তি দেওয়া।

সৌম সরকার, নাহিদ রানা, খুশদিল শাহদের মতো তারকা ক্রিকেটারদের কাছ থেকে দেখার লোভটা বোধহয় এ অঞ্চলের ক্রিকেট ভক্তরা সামলাতে পারেননি। তাইতো সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসে জরো হতে থাকেন স্টেডিয়ামে ও এর আশে-পাশের এলাকায়।

সোমবার (২০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে হেলিকপ্টারযোগে রংপুর স্টেডিয়ামে পৌঁছান সোহান-সৌম্যরা। তাছাড়া এই বহরে ছিলেন হেড কোচ মিকি আর্থার, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল, পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, বিদেশি রিক্রুট খুশদিল শাহ, ওপেনার স্টেভন টেলর, অলরাউন্ডার শেখ মেহেদী, পেসার নাহিদ রানা ও কামরুল ইসলাম রাব্বী।

আরও পড়ুনঃ  ডিপিএলে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

গ্লোবাল সুপার লিগ জয়ের পর চলমান বিপিএলে এখনো পর্যন্ত অপরাজিত রংপুর। মাঠে রাইডার্সরা যেমন উড়ছে, তেমনি তাদের প্রতি ভালোবাসা-সমর্থনে এতটুকুও কার্পন্য করেনি রংপুরবাসী।

প্ল্যাকার্ড হাতে প্রিয় খেলোয়াড়দের নিয়ে স্লোগান দিয়ে স্টেডিয়াম মুখরিত করেন রংপুর রাইডার্সের ভক্ত-সমর্থকরা। কখনো ‘সোহান-সোহান’ বলে চিৎকার, আবার কখনো ‘নাহিদ রানা-নাহিদ রানা’ বলে আওয়াজ তোলেন তারা। এক ভক্ত তো প্ল্যাকার্ডে লিখেই ফেললেন ‘সৌম্যর পেরিস্কোপ শট, প্রেমিকার চোখের চেয়েও সুন্দর।’

আরও পড়ুনঃ  দক্ষিণ এশিয়ার আরচ্যারির উন্নয়ন পরামর্শক বাংলাদেশের চপল

ভক্তদের ভালোবাসায় অভিভূত হয়েছেন রাইডার্সরাও। সোহান-সৌম্য-খুশদিলরা আনন্দে জার্সি খুলে দর্শকদের উদ্দেশ্যে ছুড়ে মারেন। সাইফুদ্দিন তার ট্রেডমার্ক উইকেট সেলিব্রেশন করে দেখান দর্শকদের। প্রিয় তারকাদের কাছ থেকে এমন সাড়া পেয়ে বেশ উচ্ছ্বসিত ছিলেন ভক্তরাও।

রাইডার্স ভক্ত নাইম হোসেন বলেন, ‘এবারের বিপিএলের আসরে রংপুর হচ্ছে সবচেয়ে গোছানো দল। যে কারণে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি রংপুর। সোহানের নেতৃত্বে রংপুর এবারও বিপিএল জিতবে এই প্রত্যাশাই আমাদের।’

আরও পড়ুনঃ  চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর দিনে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বড় রদবদল

আরেক ভক্ত সাদনান সাদিদ বলেন, ‘সোহান-সৌম্যদের ব্যাটিং, নাহিদ রানা-শেখ মেহেদীর বোলিং কখনো সরাসরি দেখতে পারিনি। কবে রংপুরে হবে বিপিএল? রংপুরের প্রতি এ সকল বৈষম্য কাটবে কবে? আমরা কি সরাসরি খেলা কখনো দেখতে পারবো না?’

স্টেডীয়ামে দর্শকদের অভিবাদন গ্রহণের আগে খোলা ট্রাকে করে রংপুর নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন রংপুর রাইডার্সের সদস্যরা। বিকেল সাড়ে ৪টার দিকে রংপুর স্টেডিয়ামে আসেন তারা।

সর্বশেষ সংবাদ

মাদক ব্যবসায়ী মা-ছেলে গ্রেফতার!
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
কোহলির সেঞ্চুরিতে পাত্তাই পেল না পাকিস্তান
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
নিউজিল্যান্ডকে যে লক্ষ্য দিতে চায় বাংলাদেশ
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫ ১১:৫৭
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675