জেলা তথ্য অফিসের আয়োজনে চারঘাট উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

জেলা তথ্য অফিসের আয়োজনে চারঘাট উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : সোমবার ২৭ জানুয়ারি বুধবার বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)’র আওতায় রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের অন্তর্গত বেলঘরিয়া পূর্বপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে জেলা তথ্য অফিসের পরিচালক (রুটিন দায়িত্ব) নাফেয়ালা নাসরিন-এর সভাপতিত্বে চারঘাট উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো: ফয়সাল ফেরদৌস মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। ইউসুফপুর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য মোসা: সাগরী বেগম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আরও পড়ুনঃ  নিসচা রাজশাহী জেলা শাখার পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা

অনুষ্ঠানে বক্তাগণ,বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, বৈষম্যহীন রাষ্ট্র গঠনে জনসচেতনতা সৃষ্টি, তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণ, ৪র্থ শিল্প বিপ্লব,বাল্য বিয়ের কুফল, নারী শিক্ষার গুরুত্ব, শিশু ও মাতৃস্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক, গুজব, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যবহার, তথ্য অধিকার প্রভৃতি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া ডেঙ্গু প্রতিরোধে অতিথিবৃন্দ সচেতনতামূলক বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুনঃ  পুঠিয়া পৌরসভা ভবনে অগ্নিকাণ্ডে পুড়েছে টিসিবির পণ্য

উল্লেখ্য, নারী সমাবেশের শেষে মাদক, বাল্যবিবাহ প্রতিরোধমূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *