আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ও আসকের যৌথ উদ্যোগে যৌন হয়রানি প্রতিরোধে সভা

আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ও আসকের যৌথ উদ্যোগে যৌন হয়রানি প্রতিরোধে সভা

স্টাফ রিপোর্টার : আরএমপি সাইবার ক্রাইম ইউনিট ও আসকের যৌথ উদ্যোগে সাইবার ভিত্তিক যৌন হয়রানি প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। (২৮ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে আইন ও সালিশ কেন্দ্র (আসক) এবং ব্র্যাকের সমন্বয়ে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত “অগ্নি প্রকল্প” (AGNEE- Awareness, Actions and Advocacy for Gender-Equal and Safe Spaces for Women and Girls)-এর আওতায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তর কনফারেন্স রুমে সাইবার ক্রাইম ইউনিট ও নারী ও শিশু বিষয়ক কর্মকর্তাদের সাথে “সাইবার ভিত্তিক যৌন হয়রানি এবং জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিকার” বিষয়ক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

আরও পড়ুনঃ  নিয়ামতপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপন

সভার সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) সালমা সুলতানা আলম, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ এবং আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর পক্ষ থেকে অগ্নি প্রকল্প সমন্বয়কারী আসমা খানম রুবা, হাসিবুল হাসান পল্লব, জেলা ব্যবস্থাপক, জান্নাতুল আনজুম অপি সহ অন্যান্য আসক কর্মীগণ।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *