• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

রাজশাহী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

প্রকাশ: মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫ ৯:০০

রাজশাহী কারাগারে হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদির মৃত্যু

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে হৃদরোগে আক্রান্ত হয়ে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার নাম হাদিকুল ইসলাম (৫৪)। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ডাকবাংলো এলাকার বাসিন্দা ছিলেন তিনি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে বিএনএফ ও লফস এর শ্রদ্ধা নিবেদন

রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আমান উল্লাহ জানান, হাদিকুল চেক জালিয়াতির মামলার দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। তিনি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ কারাগারে। সম্প্রতি তিনি সেখানে অসুস্থ হয়ে পড়েন। পরীক্ষা-নিরীক্ষায় তার হৃদরোগ শনাক্ত হয়। এরপর চিকিৎসার জন্য তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধানে দেওয়া হয়েছিল।

আরও পড়ুনঃ  ধর্ম উপদেষ্টা কাল রাজশাহী আসছেন

জেলার আরও জানান, সম্প্রতি তাকে চাঁপাইনবাবগঞ্জ থেকে পাঠানো হলে সরাসরি রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসায় তিনি সুস্থও হয়ে উঠেছিলেন। তাই তাকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছিল। মঙ্গলবার সকালে তাকে চাঁপাইনবাবগঞ্জে নেওয়ার প্রস্তুতি চলছিল। তখনই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ  নগরীতে গৃহবধূকে পুড়িয়ে হত্যার অভিযোগে গ্রেপ্তার স্বামী-সতিন

রামেক হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. শংকর কে বিশ্বাস বলেন, হাসপাতালে আনার আগেই ওই কয়েদির মৃত্যু হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। আইনগত প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করবে কারা কর্তৃপক্ষ।

সর্বশেষ সংবাদ

লম্বা ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম ও পিপিএম পদক প্রত্যাহার
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় বাংলাদেশের
মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৫, ২০২৫ ১২:০৮
 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675