• ঢাকা, বাংলাদেশ
  • ২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
  • নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল
  • somoyerkotha24news@gmail.com
  • +880-1727-202675

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ

প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫ ১১:৫২

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই গ্রুপের সংঘর্ষ

অনলাইন ডেস্ক : ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাণিজ্য মেলায় এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের ২৬ জন আহতের খবর পাওয়া গেছে। তাছাড়া ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুনঃ  শিশুদের হাতে ফুল, হৃদয়ে ভাষা শহীদদের জন্য ভালোবাসা

আটকরা হলেন- রাকিব হোসেন(২৮) ও হাবিব হাসান(৩২)। তারা দুই জনই দোকান কর্মচারী।

পুলিশ ও মেলার আয়োজক সূত্রে জানা গেছে, বিএম কালেকশন ও আশিক ফ্যাশনের কর্মচারীরা মেলায় আসা ক্রেতাদের ডাকাডাকি করে নিজেদের দোকানে আনার চেষ্টা করে। এ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন দুই পক্ষ। তর্ক-বিতর্কের ঘটনা একপর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

আরও পড়ুনঃ  পুলিশের বিরুদ্ধে অভিযোগ তদন্ত মানবাধিকার কমিশনের ওপর ন্যস্ত করার সুপারিশ

নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, বাণিজ্য মেলায় দোকানে ক্রেতাদের কে-কার আগে নিয়ে যাবেন এমন প্রতিযোগিতায় সংঘর্ষের সূত্রপাত ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।-ইত্তেফাক

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



সম্পাদক ও প্রকাশক : ইয়াকুব শিকদার

ঢাকা অফিস: ১২১,ডি.আই.টি, এক্সটেনশন রোড, ফকিরাপুল, মতিঝিল, ঢাকা-১০০০। রাজশাহী অফিস: বহরমপুর (সিটি বাইপাস), জিপিও-৬০০০, রাজপাড়া, রাজশাহী। ই-মেইল: somoyerkotha24news@gmail.com, মোবাইল: 01727202675