পাপ মুছে ফেলতে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন পুনম পাণ্ডে

পাপ মুছে ফেলতে ত্রিবেণী সঙ্গমে ডুব দিলেন পুনম পাণ্ডে

অনলাইন ডেস্ক : বলিউডের বিতর্কিত নাম পুনম পাণ্ডে। অভিনয়, প্রাপ্তবয়স্ক সাইটে ভিডিও, নিজের মৃত্যুর মিথ্যা খবর ছড়ানোসহ নানা কারণে আলোচিত তিনি। সেই পুনম এবার নিজের পাপ মোচনে ডুব দিলেন নদীর জলে।

মহাকুম্ভে গিয়ে ত্রিবেণী সঙ্গমে পবিত্র স্নান করেছেন পুনম। অভিনেত্রীর দাবি, মহাকুম্ভে গিয়ে স্নান করে সব পাপ ধুয়ে ফেলেছেন তিনি।

আরও পড়ুনঃ  নববর্ষ নিয়ে স্বস্তিকার আবেগঘন পোস্ট

ত্রিবেণী সঙ্গমে বিতর্কিত এই মডেল-অভিনেত্রীর স্নানের বেশকিছু ছবি অনলাইনে রীতিমত ভাইরাল! ছবিগুলোতে পুনমকে দেখা যাচ্ছে কালো-সাদা রঙের কুর্তা পরে ত্রিবেণী সঙ্গমে ডুব দিচ্ছেন।

অভিনেত্রী নিজের সেই ছবি শেয়ার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, “আমার সব পাপ ধুয়ে গেল।”

আরও পড়ুনঃ  মল্লিকাকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য অদিতির, অবাক অভিনেতা

আর এক জায়গায় দেখা যাচ্ছে পুনমের কপালে তিলক লেপন পর্ব চলছে। কোথাও আবার তিনি পাখিদের জন্য দানা ছড়াচ্ছেন। মহাকুম্ভের ভিড়ের ছবিও তুলে ধরেছেন পুনম। সন্ধ্যারতির ঝলকও দেখা যাচ্ছে তার পোস্টে।

কোথাও আবার কুম্ভে উপস্থিত নারীদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে পুনমকে। মহাকুম্ভ থেকে এমনই নানা মুহূর্তের ছবি ভাগ করে নিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আরও পড়ুনঃ  কালো লিপস্টিকে ভিডিও শেয়ার করতেই কটাক্ষের মুখে শ্রীলেখা

সেই সব ছবির সঙ্গে বিতর্কিত অভিনেত্রী লিখেছেন, “মহাকুম্ভ…. জীবনকে খুব কাছ থেকে দেখছি। ৭০ বছরের প্রবীণকে খালি পায়ে ঘণ্টার পর ঘণ্টা হেঁটে যেতে দেখেছি। এখানে বিশ্বাসের কোনও সীমা নেই।”

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *