রুয়েটে ভিসি নিয়োগের দাবিতে অবস্থান

রুয়েটে ভিসি নিয়োগের দাবিতে অবস্থান

স্টাফ রিপোর্টার: উপাচার্য নিয়োগসহ তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকেরা। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। আন্দোলনরত শিক্ষকেরা বলছেন, দীর্ঘ সময় নিয়মিত উপাচার্য না থাকায় রুয়েটের স্বাভাবিক কার্যক্রম ব্যহত হচ্ছে।

উপাচার্য নিয়োগ ছাড়াও শিক্ষকদের অন্য দুটি দাবি হলো- পদোন্নতির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ ও যোগ্যতা প্রাপ্তির তারিখ থেকে শিক্ষকদের পদোন্নতি। রুয়েটের সাধারণ শিক্ষকদের ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মো. ফারুক হোসেন।

আরও পড়ুনঃ  নারায়ণগঞ্জে ‘মার্চ ফর ড. ইউনূস’ কর্মসূচি পালন

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে ২০২২ সালের ৬ ফেব্রুয়ারি। এরপর দীর্ঘ ১ বছর ৩ মাস অতিবাহিত হলেও আর কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ইনস্টিটউটের প্রায় ৮০ জনের অধিক শিক্ষক পদোন্নতির জন্য সকল শর্তাবলী পূরণ করে অপেক্ষমান অবস্থায় আছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা বিভাগের প্রধানদের কাছে স্মারকলিপি দিয়েছি। অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপাচার্যকে একাধিকবার বিষয়গুলো সমাধানের উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করেছি। কিন্তু কোনো সমাধান হয়নি। এ অবস্থায় আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হয়েছি।’

আরও পড়ুনঃ  রাতের মধ্যে ঢাকাসহ ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. রবিউল আওয়াল, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক সারাফাত হোসেন অভি, এমটিই বিভাগের প্রভাষক ফাইসাল রহমান বাদল, জিসিই বিভাগের সহকারী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, ইইই বিভাগের সহকারী অধ্যাপক ড. আবু সাদাত সায়েম, নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারী অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, প্রভাষক বখতিয়ার খলজি প্রমূখ।

উল্লেখ্য, রুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সেখের মেয়াদ শেষ হয় গত বছরের ৩০ জুলাই। এর একদিন পর শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে রুয়েটের ফলিতবিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন ড. সাজ্জাদ হোসেনকে রুয়েটের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য করা হয়। এরপর থেকে তিনিই রুটিন উপাচার্যের দায়িত্ব পালন করে আসছেন। নিয়ম অনুযায়ী, রুয়েটের শিক্ষকদের মধ্যে জ্যেষ্ঠ কোন প্রকৌশলী উপাচার্য হতে পারবেন। কিন্তু ড. সাজ্জাদ হোসেন প্রকৌশলী নন। তাঁর রাজনৈতিক মতাদর্শ নিয়েও প্রশ্ন রয়েছে। তিনিই এতদিন ধরে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করায় শিক্ষকদের মাঝে অসন্তোষ রয়েছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *